দেখে নিন সবচেয়ে বেশি “ম্যান অফ দ্য ম্যাচ” পুরস্কার পাওয়া তিন ভারতীয় ক্রিকেটার।

ক্রিকেটের প্রত্যেক ম্যাচে একজন করে ক্রিকেটার কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়। দুই দলের মধ্যে যে ক্রিকেটার সবথেকে ভালো পারফরম্যান্স করেন তাকেই মূলত এই পুরস্কারটি দেওয়া হয়। বেশিরভাগ ক্ষেত্রে বিজয়ী দলের কোন এক সদস্যকে এটা দেওয়া হয় তবে অনেক সময় দেখা গিয়েছে পরাজিত দলের কোন ক্রিকেটারকেউ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেতে। ভারতের অনেক ক্রিকেটার অনেক বার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক সেরা তিন জন ভারতীয় ক্রিকেটারকে যারা ওয়ানডে ক্রিকেটে সবথেকে বেশি বার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন।

১) শচীন তেন্ডুলকার:
কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার যাকে ক্রিকেটের ভগবান বলা হয়। এই শচীন টেন্ডুলকার ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে 433 টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে 62 বার ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন। অর্থাৎ প্রত্যেক 7.4 ম্যাচে একবার করে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন শচীন টেন্ডুলকার।

Ganguly

২) সৌরভ গাঙ্গুলি:
ভারতের অন্যতম সফল অধিনায়ক হচ্ছেন সৌরভ গাঙ্গুলী। প্রাপ্তন এই ভারত অধিনায়ক ভারতের হয়ে 311 টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যার মধ্যে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন 31 টি ম্যাচে। অর্থাৎ প্রত্যেক 10 ম্যাচে একবার করে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন সৌরভ গাঙ্গুলী।

৩) বিরাট কোহলি:
বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হচ্ছেন বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ধরা হয় বিরাট কোহলিকে। বিরাট কোহলি এখনো পর্যন্ত ভারতের হয়ে 211 টি ওয়ানডে ম্যাচ খেলে 28 টি ম্যাচে ম্যাচের সেরা হয়েছেন অর্থাৎ প্রত্যেক 7.5 মাসে একবার করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে উঠেছে বিরাট কোহলির।

Udayan Biswas

সম্পর্কিত খবর