বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফলাফল বেরোনোর পালা। কে কত পয়েন্ট পেল, কে এগোলো কে পেছোলো, কেই বা বাংলা সেরা হল? এইদিনের টিআরপি তালিকার দিকেই নজর থাকে অভিনেতা অভিনেত্রী থেকে দর্শকদেরও। গত সপ্তাহেই বড় রকম অদল বদল হয়েছিল টিআরপি তালিকায়। আর এ সপ্তাহে খেলা ঘুরিয়ে দিল ‘মিঠাই’ (Mithai)।
কয়েক সপ্তাহ আগে স্টার জলসার ‘গাঁটছড়া’র (Gantchhora) কাছে সেরার স্থান খুইয়েছিল জি বাংলার মিঠাই। তারপর থেকেই ছিল ফিরে আসার মরিয়া লড়াই। একটু একটু করে টিআরপি বাড়াচ্ছিল মোদক পরিবার। মিঠাই সিডের রোম্যান্স, হল্লা পার্টির সমর্থনের উপরে ভর করে আবারো ভাল জায়গায় মিঠাই।
না, প্রথম স্থানটা এখনো অধরাই রয়েছে সিড মিঠাইয়ের। কিন্তু নম্বর বাড়িয়ে তৃতীয় থেকে দু নম্বর স্থানে উঠে এসেছে এই সিরিয়াল। সিদ্ধার্থর পারিবারিক মিষ্টির ব্যবসায় যোগ দেওয়াই যে টিআরপির ক্ষেত্রে লাভজনক হয়েছে, তেমনটাই মনে করছেন দর্শকরা।
প্রথম স্থান এখনো নিজেদের দখলেই রেখেছে ‘গাঁটছড়া’। রাহুলের পর্দাফাঁস করার জন্য নিরন্তর চেষ্টা করছে খড়ি। গত সপ্তাহের থেকে এ সপ্তাহে নম্বর আরো বেড়েছে গাঁটছড়ার। তবে মিঠাইয়ের সঙ্গে গাঁটছড়ার নম্বরের ফারাক খুব সামান্যই। এমতাবস্থায় কতদিন সেরার শিরোপাটা ধরে রাখতে পারবে গাঁটছড়া সেটাই দেখার।
গত সপ্তাহে বড় চমক ছিল ‘মন ফাগুন’। ঋষি পিহুর রোম্যান্সে ভর করে সটান দু নম্বরে উঠে এসেছিল এই সিরিয়াল। কিন্তু এবারে ফের নীচে নেমে গিয়েছে মন ফাগুন। পিহুর কাছে ঋষি নিজের পরিচয় ফাঁস করলেও টিআরপিতে কোনো ফারাক পড়েনি। দ্বিতীয় থেকে সোজা চতুর্থ স্থানে নেমে গিয়েছে মন ফাগুন।
প্রথম পাঁচে জি বাংলার থেকে রয়েছে শুধু মিঠাই। এমনকি সেরা দশের তালিকাতেও জি থেকে মাত্র চারটি সিরিয়ালই জায়গা করতে পেরেছে। তবে মিঠাই ছাড়া বাকি সিরিয়ালগুলির অবস্থা বেশ শোচনীয়।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া- ৯.৯ (প্রথম)
মিঠাই- ৯.৩ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৮.৭ (তৃতীয়)
মন ফাগুন- ৮.৫ (চতুর্থ)
অনুরাগের ছোঁয়া- ৮.৪ (পঞ্চম)
আয় তবে সহচরী- ৮.৩ (ষষ্ঠ)
উমা- ৮.১ (সপ্তম)
ধুলোকণা- ৭.৮ (অষ্টম)
গৌরী এল- ৭.৭ (নবম)
পিলু- ৭.৪ (দশম)