হাবভাবে যেন জমিদার! বড় বড় চোখের মিষ্টি ছেলেটা এখন বলিউডের খলনায়ক! চিনতে পারলেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরনে টিশার্ট আর হাফপ‍্যান্ট। কাত হয়ে শুয়ে এক হাতে মাথায় ভর দিয়ে পোজ দিয়েছে যে বড় বড় চোখের ছেলেটি তাকে চেনেন? ইনি এখন বলিউডের একজন নামী খলনায়ক। সাদা কালো ছবির বদলে তাঁর ছবি এখন শোভা পায় প্রথম সারির বিমান সংস্থার প্লেনে! আর ইঙ্গিত হয়তো দিতে লাগবে না।

এই ছোট্ট ছেলেটিই এখন পরিচিত ‘গরিবের মসিহা’ নামে। তিনি সোনু সূদ (Sonu Sood)। করোনা পরবর্তী কালে তাঁর আলাদাই জনপ্রিয়তা বেড়েছে। পর্দার খলনায়ক হলেও বাস্তবে নায়ক হয়ে উঠেছেন অভিনেতা। গত প্রায় দু বছর ধরে দরিদ্র, অসহায়দের সাহায‍্যে সবার আগে এগিয়ে আসেন তিনি।


করোনা পরিস্থিতির শুরুতে যখন গোটা দেশে লকডাউনের জেরে অচলাবস্থা, পরিযায়ী শ্রমিকরা ঘরে ফেরার জন‍্য রাস্তায় নামতে বাধ‍্য হয়েছিল। সে সময় অন‍্য কারোর ভরসায় না থেকে নিজেই তাদের বাড়ি ফেরানোর জন‍্য বাস, ট্রেন, প্লেনের ব‍্যবস্থা করেছিলেন সোনু।


পরিযায়ী শ্রমিকের পর বিভিন্ন রাজ‍্যে তথা বিদেশে আটকে পড়া পড়ুয়াদেরও ঘরে ফিরিয়েছিলেন সোনু।  যে যখনি বিপদে পড়ে সাহায‍্য চেয়েছেন কাউকেই ফেরাননি তিনি। দেশের মানুষও নানা ভাবে সম্মান ফিরিয়ে দিয়েছেন সোনুকে।

এত সফল একজন মানুষ ছোটবেলায় কেমন দেখতে ছিলেন? সোশ‍্যাল মিডিয়ায় সোনুর ছেলেবেলার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। ছোটবেলা ও এখনকার ছবিতে মুখের আদলে বেশ মিল রয়েছে অভিনেতার। বিশেষ করে বড় বড় চোখ দুটি অপরিব‍র্তিত রয়ে গিয়েছে।


বেশ কয়েকটি ছবি সোনু নিজেই শেয়ার করেছেন নেটমাধ‍্যমে। ছোট বোন মালবিকা সূদ, যিনি এখন রাজনীতিতে যোগ দিয়েছেন তাঁর সঙ্গেও ছোটবেলার ছবি শেয়ার করেছিলেন সোনু। দাদা বোনের রাখিবন্ধনের ছবিতে দেখা মিলেছে অভিনেতার মায়েরও। আর পাঁচটা ছেলের মতো সোনুও তাঁর মায়ের খুব কাছের ছিলেন। তাঁর এই সাফল‍্য মা দেখলে খুব গর্ব করতেন, এমন কথা বহুবার শোনা গিয়েছে অভিনেতার মুখে।

সম্পর্কিত খবর

X