বাংলাহান্ট ডেস্ক: ডিসেম্বরের শুরুতেই খেলা ঘুরিয়ে দিল স্টার জলসা (star jalsha)। নাগাড়ে খারাপ পারফরম্যান্স দিতে দিতে এক সপ্তাহেই ভোল বদল চ্যানেলের। এক সঙ্গে একাধিক সিরিয়াল এবার জায়গা করে নিল টিআরপি তালিকায়। আর তাদের নেতৃত্বে রয়েছে ‘খুকুমণি হোম ডেলিভারি’ (khukumoni home delivery)। মাত্র সপ্তাহ খানেক আগে শুরু হওয়া এই সিরিয়াল একাই চার ছয় মেরে চলেছে।
গত দু সপ্তাহ টিআরপি তালিকার পঞ্চম স্থানে জায়গা হয়েছিল এই সিরিয়ালের। এ সপ্তাহে তা এক লাফে পৌঁছে গিয়েছে দ্বিতীয় স্থানে। জি বাংলার এতদিনকার জনপ্রিয় সিরিয়াল অপরাজিতা অপু, উমা সবাই হেরে ভূত খুকুমণির কাছে। ৮.৯ পয়েন্ট নিয়ে স্টার জলসার হারানো গৌরব পুনরুদ্ধার করেছে এই সিরিয়াল।
প্রথম স্থানে অবশ্য বরাবরের মতোই রয়েছে জি বাংলার স্টার ‘মিঠাই’ (mithai)। এই নিয়ে একটানা ৩৫ সপ্তাহ বাংলা সেরার মুকুট ধরে রাখল এই সিরিয়াল। ছোটপর্দার ইতিহাসে নিঃসন্দেহে একটা বড় মাইলস্টোন। উচ্ছেবাবু মিঠাইয়ের জমতে থাকা প্রেম, তোর্সার কূটবুদ্ধি আর হল্লা পার্টির হুল্লোড়ে বুঁদ দর্শকরা। এ সপ্তাহে মিঠাইয়ের প্রাপ্ত পয়েন্ট ১১.১।
তৃতীয় স্থানে একই সঙ্গে জায়গা হয়েছে এই চ্যানেলেরই দুটি সিরিয়াল অপরাজিতা অপু ও উমার। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৮.৬। চতুর্থ স্থানে ফের রয়েছে জি এর দুটি সিরিয়াল যমুনা ঢাকি ও সর্বজয়া। তবে আগের থেকে অনেকটাই ছন্দে ফিরেছে স্টার জলসা। পঞ্চম থেকে নবম স্থান নিজেদের দখলে রেখেছে এই চ্যানেল।
গত সপ্তাহে সেরা দশের তালিকায় জায়গাই করতে পারেনি শ্রীময়ী। সেখান থেকে এ সপ্তাহে ৭.১ নম্বর নিয়ে সপ্তম স্থানে জায়গা হয়েছে এই সিরিয়ালের। সম্ভবত শ্রীময়ীর গোয়েন্দাগিরি নিয়ে লাগাতার সোশ্যাল মিডিয়ায় ট্রোল শাপে বরই হয়েছে সিরিয়ালের জন্য।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ১১.১ (প্রথম)
খুকুমণি হোম ডেলিভারি- ৮.৯ (দ্বিতীয়)
অপরাজিতা অপু, উমা- ৮.৬ (তৃতীয়)
যমুনা ঢাকি, সর্বজয়া-৮.৫ (চতুর্থ)
ধুলোকণা- ৭.৪ (পঞ্চম)
খেলাঘর- ৭.৩ (ষষ্ঠ)
শ্রীময়ী- ৭.১ (সপ্তম)
মন ফাগুন- ৭.০ (অষ্টম)
খড়কুটো- ৬.৯ (নবম)
করুণাময়ী রাণী রাসমণি, এই পথ যদি না শেষ হয়, গঙ্গারাম, বরণ- ৬.৭ (দশম)