বাংলাহান্ট ডেস্ক: আবারো ওলট পালট টিআরপি (TRP) তালিকা। এ সপ্তাহে নিয়ম মেনে বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) সাপ্তাহিক ফলাফলের তালিকা। আর সবাইকে ফের এক দফা চমক দিয়ে শীর্ষস্থান খুইয়ে বসেছে স্টার জলসার ‘ধুলোকণা’ (Dhulokona)। হাড্ডাহাড্ডি টক্করে দুই পুরনো মহারথী গাঁটছড়া (Gantchhora) এবং মিঠাই (Mithai)।
গত দু সপ্তাহ ধরে বাংলা সেরার শিরোপা নিজের দখলে রেখে দিয়েছিল ধুলোকণা। লালন ফুলঝুরি প্রথম বার এই তকমা অর্জন করেছিল। গাঁটছড়া, মিঠাই এর মতো তাগড়াই প্রতিদ্বন্দ্বীকেও পরপর দুবার মাত দিয়েছিল এই সিরিয়াল। কিন্তু সে সুখ বেশিদিন কপালে সইল না লালন ফুলঝুরির।
এ সপ্তাহে হারানো স্থান পুনরুদ্ধার করেছে গাঁটছড়া। তবে নম্বর আগের থেকে কমেছে অনেকটাই। মাত্র ৭.৫ নম্বর নিয়ে পয়লা নম্বর স্থানে রয়েছে খড়ি ঋদ্ধিরা। এ বারেও কপালে শিকে ছিঁড়ল না মিঠাই রাণীর। একটুর জন্য ফসকে গেল প্রথম স্থানটা। তবে ৭.৩ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসতে পেরেছে মিঠাই। অন্যদিকে ৭.১ পয়েন্ট নিয়ে এক থেকে সোজা তিনে নেমে গিয়েছে ধুলোকণা।
চতুর্থ স্থানে ৭.০ নম্বর নিয়ে জি এর আরেক জমাটি সিরিয়াল গৌরী এলো। প্রথম থেকেই ভাল ফল করছে গৌরী ঈশানের জুটি। তারপরেই পাঁচ নম্বরে রয়েছে আলতা ফড়িং। ষষ্ঠ স্থানে একসঙ্গে উমা এবং লক্ষ্মী কাকিমা সুপারস্টার। দুই সিরিয়ালেরই প্রাপ্ত নম্বর ৬.৪।
এই প্রথম টিআরপি প্রকাশ্যে এল জি বাংলা এবং স্টার জলসার দুই নতুন সিরিয়াল লালকুঠি এবং বৌমা একঘর এর। প্রথম বারেই ছক্কা মেরে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছে রাহুল রুক্মার জুটি। রহস্য আর প্রেমের সঠিক মেলবন্ধনের উপরে ভর করে নবম স্থানে জায়গা পেয়েছে লালকুঠি। তুলনায় অনেকটাই খারাপ ফল সুস্মিতা দের নতুন সিরিয়াল বৌমা একঘর এর। সেরা দশের তালিকায় ঢুকতে পারেনি স্টারের নতুন সিরিয়াল।
গাঁটছড়া- ৭.৫ (প্রথম)
মিঠাই- ৭.৩ (দ্বিতীয়)
ধুলোকণা- ৭.১ (তৃতীয়)
গৌরী এলো- ৭.০ (চতুর্থ)
আলতা ফড়িং- ৬.৭ (পঞ্চম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার, উমা- ৬.৪ (ষষ্ঠ)
মন ফাগুন- ৬.১ (সপ্তম)
অনুরাগের ছোঁয়া- ৬.০ (অষ্টম)
লালকুঠি- ৫.৮ (নবম)
আয় তবে সহচরী, পিলু- ৫.৭ (দশম)