হাড্ডাহাড্ডি টক্কর মিঠাই-গাঁটছড়া-ধুলোকণার, সেরার মুকুট কার দখলে?

বাংলাহান্ট ডেস্ক: প্রতিযোগিতা জমে উঠেছে জি বাংলা ও স্টার জলসার মধ‍্যে। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। মাঝে স্টারের তুলনায় জি বেশ কিছুটা পিছিয়ে পড়লেও এখন আবারো সমানে সমানে লড়াই চালাচ্ছে দুই চ‍্যানেল। পুরনো আর নতুন সিরিয়াল (Bengali Serial) মিলিয়ে সাপ্তাহিক সেরা দশের টিআরপি তালিকাতেও রয়েছে নতুন চমক।

মূলত দুই চ‍্যানেলের দু তিনটি সিরিয়ালের মধ‍্যেই বাংলা সেরা হওয়ার লড়াইটা হয়। টক্কর চলে মিঠাই (Mithai), গাঁটছড়া (Gantchhora) এবং ধুলোকণার (Dhulokona) মধ‍্যে। গত কয়েক সপ্তাহের মতো এ সপ্তাহেও শীর্ষস্থানে রয়েছে স্টার জলসার গাঁটছড়া। খড়ি ঋদ্ধি একটানা চ‍্যানেলের গৌরব রক্ষা করে চলেছে। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.৫।

gantchhora serial social initiative walls of behala slum area gets colourful graffiti 09
পিছিয়ে নেই জি এর মিঠাইও। তবে অনেক চেষ্টা চরিত্র করে, নিত‍্য নতুন টুইস্ট এনেও সেরার সিংহাসনটা আর ফিরিয়ে আনতে পারছে না মিঠাই রাণী। এ সপ্তাহেও দ্বিতীয় স্থানে জায়গা নিয়েই খুশি থাকতে হয়েছে মোদক পরিবারকে। তবে ধুলোকণার পরিস্থিতি আগের তুলনায় ভাল। ৮.১ পয়েন্ট নিয়ে মিঠাইয়ের সঙ্গে জায়গা ভাগ করেছে ফুলঝুরি।

প্রথম থেকেই ভাল ফল করছে জি এর আরেক সিরিয়াল ‘গৌরী এলো’। একটু ভিন্ন ধরনের গল্পের জোরে তৃতীয় স্থানে উঠে এসেছে গৌরী ঈশানের জুটি। তার পরেই মাত্র .১ নম্বরের ব‍্যবধানে চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং। লক্ষ্মী কাকিমা সুপারস্টারও এ সপ্তাহে ভাল ফল করেছে। দুলাল আর হংসিনীর বিয়ের গল্প দেখিয়ে পঞ্চম স্থানে জায়গা করেছে লক্ষ্মী কাকিমা।

aparajita adya
স্টার জলসার দুই নতুন সিরিয়াল বৌমা একঘর এবং গোধূলি আলাপ তুলনামূলক ভাল নম্বর পেয়েছে এ সপ্তাহে। এতদিন পর সেরা দশের তালিকায় জায়গা করতে পারল রাজ চক্রবর্তীর সিরিয়াল। অন‍্যদিকে শুরুর পর দ্বিতীয় সপ্তাহে ৪.৬ পেয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে বৌমা একঘর। একেবারে শেষের সপ্তাহে অনেক মাস পরে নবম স্থানে জায়গা করেছে দেবশ্রী রায়ের ‘সর্বজয়া’।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া- ৮.৫ (প্রথম)
মিঠাই, ধুলোকণা- ৮.১ (দ্বিতীয়)
গৌরী এলো- ৭.৮ (তৃতীয়)
আলতা ফড়িং- ৭.৭ (চতুর্থ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৯ (পঞ্চম)
মন ফাগুন, উমা, আয় তবে সহচরী- ৬.৬ (ষষ্ঠ)
পিলু, অনুরাগের ছোঁয়া- ৬.১ (সপ্তম)
লালকুঠি, বৌমা একঘর- ৪.৬ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয়, গোধূলি আলাপ, সর্বজয়া- ৪.৫ (নবম)
গঙ্গারাম – ৩.৯ (দশম)


Niranjana Nag

সম্পর্কিত খবর