বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার বেলা গড়াতেই হাজির হাতে গরম রিপোর্ট কার্ড। সিরিয়ালের (Bengali Serial) অভিনেতা অভিনেত্রীদের সাপ্তাহিক পরীক্ষার ফলাফল এদিনই বেরোয় কিনা। প্রিয় সিরিয়াল কত নম্বরে জায়গা পেল তা জানার জন্য অপেক্ষা করে থাকেন দর্শকরা। সবথেকে বেশি জল্পনা চলে প্রথম স্থান নিয়ে।
গত সপ্তাহে বিরাট চমক দিয়ে হারানো স্থান ফিরে পেয়েছিল জি বাংলার মিঠাই (Mithai)।অনেকদিন পর আবারো বাংলা সেরার মুকুট ফিরে পেয়েছে মোদক পরিবার। এত তাড়াতাড়ি সিংহাসন ছাড়তে রাজি নয় মিঠাই। এই সপ্তাহেও প্রথম স্থানে মিঠাই রানী। তবে নম্বর কমে গিয়েছে অনেকটা। ঝুলিতে এবার মোটে ৭.৮ নম্বর।
তবে এবারের সবথেকে বড় চমক ‘গৌরী এলো’ (Gouri Elo)। জি এর এই নতুন সিরিয়াল প্রথম থেকেই ভাল ফল করে আসছে। প্রতিবারই সেরা পাঁচে থাকে গৌরী ঈশান জুটি। তবে এ সপ্তাহে সোজা দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই সিরিয়াল। গত কয়েক দিন ধরেই টানটান উত্তেজনার পর্ব চলছে গৌরী এলোতে।
ভয়াবহ দুর্ঘটনার থেকে বেঁচে ফিরেছে ঈশান গৌরী। বাড়ি ফেরার পর কী পরিস্থিতি হয় সেটা দেখার অপেক্ষায় দর্শকরা। টিআরপিও বেড়েছে হু হু করে। গৌরী এলোর ঝুলিতে উঠেছে ৭.৩ নম্বর। একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছ স্টার জলসার চ্যানেল টপার গাঁটছড়া।
ভাল ফল করেছে ধুলোকণাও। ৭.২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে এই সিরিয়াল। চতুর্থ ও পঞ্চম দুটো স্থানই স্টারের দখলে। তারপর থেকে আবার ছয় থেকে দশ নম্বর স্থান ধরে রেখেছে জি বাংলা। সব মিলিয়ে দুই চ্যানেলের মধ্যেই চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ৭.৮ (প্রথম)
গাঁটছড়া, গৌরী এলো- ৭.৩ (দ্বিতীয়)
ধুলোকণা- ৭.২ (তৃতীয়)
মন ফাগুন- ৭.০ (চতুর্থ)
আলতা ফড়িং- ৬.৮ (পঞ্চম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.২ (ষষ্ঠ)
উমা- ৬.০ (সপ্তম)
এই পথ যদি না শেষ হয়- ৫.৭ (অষ্টম)
খেলনা বাড়ি, অনুরাগের ছোঁয়া- ৫.৫ (নবম)
লালকুঠি – ৫.৪ (দশম)