বাংলাহান্ট ডেস্ক: প্রত্যেক সপ্তাহেই নতুন নতুন চমক আনছে বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) সাপ্তাহিক টিআরপি তালিকা। গত সপ্তাহে সবাইকে ঘোল খাইয়ে ‘মিঠাই’ (MithI) এর সঙ্গে প্রথম বারের মতো বাংলা সেরা হয়েছিল স্টার জলসার ‘আলতা ফড়িং’ (Alta Foring)। এ সপ্তাহে আবার নতুন টুইস্ট। নতুন টপার স্টারের ‘ধুলোকণা’ (Dhulokona)। সেরার লড়াই থেকে ছিটকেই গেল মিঠাই রানী।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। বহু কষ্ট করে অর্জিত স্থান আবারো হারিয়েছে মোদক পরিবার। অনেকটাই নম্বর হারিয়ে সোজা তৃতীয় স্থানে নেমে গিয়েছে মিঠাই। এ সপ্তাহে প্রাপ্ত নম্বর মোটে ৭.৮। প্রথম স্থান ‘ধুলোকণা’র দখলে রয়েছে। ৮.০ নম্বর নিজের ঝুলিতে ভরে চ্যানেল টপারও হয়েছে এই সিরিয়াল। অনেক নাটকের পর লালন ফুলঝুরির বিয়ে হয়েছে। সঙ্গে চড়চড়িয়ে বেড়েছে টিআরপিও।
এর আগেও বাংলা সেরা হয়েছিল ধুলোকণা। সে জায়গাও হারিয়েছিল। আবারো জমাটি গল্প নিয়ে মুকুট ছিনিয়ে নিয়েছে ফুলঝুরি। পিছিয়ে নেই স্টারের গাঁটছড়াও। কয়েক সপ্তাহ পর আবারো মিঠাইকে টেক্কা দিতে সম্ভব হয়েছে খড়ি ঋদ্ধি। নিজেদের টক মিষ্টি রোম্যান্স আর খলনায়ক রাহুলের মুখোশ খুলে টিআরপি তালিকার দু নম্বরে উঠে এসেছে গাঁটছড়া। সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৯।
গত বারের বাংলা সেরা আলতা ফড়িং এবারে নেমে এসেছে চতুর্থ স্থানে। কিন্তু মিঠাই এর এই অবনতিতে বেশ ক্ষুব্ধ দর্শকরা। তাদের দাবি, নিজের দোষেই সিংহাসন হারিয়েছে মিঠাই। গত কয়েকদিন ধরে একঘেয়ে গল্প দেখিয়ে চলেছে সিরিয়ালে। ছেলে মেয়েদের ঝগড়া দেখে দেখে বিরক্ত দর্শকরা। সিড মিঠাইয়ের মিলনের বদলে সিডকে আরো অহংকারী দেখানো হচ্ছে। দর্শকও চলে যাচ্ছে তাই অন্য চ্যানেলে।
এ সপ্তাহে গৌরী এলো এবং লক্ষ্মী কাকিমা সুপারস্টার রয়েছে যথাক্রমে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে। তবে কয়েকটি সিরিয়াল এবারে সেরা দশের টিআরপিতে জায়গা করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে জি এর দুই সিরিয়াল পিলু এবং লালকুঠি।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
ধুলোকণা- ৮.০ (প্রথম)
গাঁটছড়া- ৭.৯ (দ্বিতীয়)
মিঠাই- ৭.৮ (তৃতীয়)
আলতা ফড়িং- ৭.৭ (চতুর্থ)
গৌরী এলো- ৭.৬ (পঞ্চম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৩ (ষষ্ঠ)
মন ফাগুন- ৭.০ (সপ্তম)
উমা, অনুরাগের ছোঁয়া- ৬.৫ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয়,- ৬.৩ (নবম)
খেলনা বাড়ি, আয় তবে সহচরী- ৫.৭ (দশম)