বাংলাহান্ট ডেস্ক: দুর্যোগ চলছে মিঠাই (Mithai) পরিবারে। প্রথমে কলাকুশলীদের অভ্যন্তরীণ মনোমালিন্যের গুঞ্জন, আর এখন টিআরপি কমে শেষ আশাটুকুও হারিয়ে ফেলল মোদক পরিবার। বাংলার সেরার সিংহাসনটা হাতছাড়া হলেও চ্যানেল টপারের তকমাটা গত এক বছরেরও বেশি সময় ধরে বজায় রেখেছিল মিঠাই। এবার সেটাও হাতছাড়া হল। টেক্কা মেরে বেরিয়ে গেল নবাগতা গৌরী।
বৃহস্পতিবার টিআরপি তালিকাটা দেখেই মুষড়ে পড়েছেন মিঠাই ভক্তরা। দিনদিন নিজস্বতা হারাচ্ছেন সিরিয়ালটি। আগে যেখানে গোটা বাংলার দর্শকের কাছে পরিচিত ছিল সিড মিঠাই জুটি, এখন অনেকেই বিরক্ত হয়ে ঘুরিয়ে দিচ্ছেন চ্যানেল। হু হু করে কমছে টিআরপি। শিয়রে শনি মিঠাইয়ের।
গত সপ্তাহে বাংলা সেরার তকমা পেয়েছিল স্টার জলসার ‘ধুলোকণা’। লালন ফুলঝুরির বিয়ে দেখিয়ে প্রথম স্থানে উঠে এসেছিল সিরিয়ালটি। বিয়ে মিটে গেলেও শীর্ষস্থান ধরে রেখেছে ধুলোকণা। প্রাপ্ত নম্বর ৯.৩। দ্বিতীয় স্থানে স্টারের পুরনো খিলাড়ি ‘গাঁটছড়া’ থাকলেও নম্বর কমেছে অনেকটাই। ৮.৩ পয়েন্ট নিয়ে তালিকার দু নম্বরে রয়েছে খড়ি ঋদ্ধিরা।
ভাল ফল করেছে ‘আলতা ফড়িং’ও। চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠেছে সিরিয়ালটি। সঙ্গে ৮.০ পয়েন্ট। জি বাংলার জায়গা হয়েছে চতুর্থ স্থান থেকে। সবাইকে অবাক করে চ্যানেল টপারের তকমা মিঠাইয়ের থেকে ছিনিয়ে নিয়েছে ‘গৌরী এলো’। ৭.৭ নম্বর নিয়ে চার নম্বরে রয়েছে ঈশান গৌরীরা। অন্যদিকে মাত্র ৭.৫ পয়েন্ট নিয়ে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর সঙ্গে পাঁচ নম্বরে কোনোমতে জায়গা করেছে এক সময়কার বাংলা সেরা মিঠাই।
দর্শকরা রীতিমতো ক্ষুব্ধ চ্যানেল কর্তৃপক্ষের উপরে। অন্য সব সিরিয়ালের প্রোমো আসলেও মিঠাইয়ের প্রোমোর দেখাও মেলে না। শেষমেষ যাও বা আসল তাও আবার সমরেশ অনুরাধার বিয়ের। নয় হল্লা পার্টির ‘ন্যাকামো’ নয় শ্বশুরের বিয়ে, দাদুর ফুলশয্যা এসবই দেখিয়ে চলেছে। সিড মিঠাইয়ের সম্পর্ক এগিয়ে নিয়ে যিওয়ার গল্পে কারোর মনই নেই। সেই কারণেই নাকি এই অঘটন।
চলতি সপ্তাহেও লালকুঠি জায়গা পায়নি সেরা দশে। স্টারে নতুন শুরু হওয়া সাহেবের চিঠিও ভাল ফল করতে পারেনি। প্রথম সপ্তাহে মাত্র ৪.২ পয়েন্ট পেয়েই খুশি থাকতে হয়েছে সাহেব চিঠিকে।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
ধুলোকণা- ৯.৩ (প্রথম)
গাঁটছড়া- ৮.৩ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৮.০ (তৃতীয়)
গৌরী এলো- ৭.৭ (চতুর্থ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার, মিঠাই- ৭.৫ (পঞ্চম)
মন ফাগুন- ৭.২ (ষষ্ঠ)
উমা- ৬.৩ (সপ্তম)
এই পথ যদি না শেষ হয়- ৬.০ (অষ্টম)
অনুরাগের ছোঁয়া- ৫.৯ (নবম)
খেলনা বাড়ি- ৫.৭ (দশম)