ফাটিয়ে দিল লক্ষ্মী কাকিমা! নম্বর কমল গাঁটছড়া-মিঠাই এর, ফার্স্ট গার্ল হল কে?

বাংলাহান্ট ডেস্ক: প্রতি সপ্তাহেই কোনো না কোনো চমক থাকছে বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) টিআরপি তালিকায় (TRP List)। প্রথম সারির দুই চ‍্যানেলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কখন কে এগিয়ে যাচ্ছে আর কখন কে পিছিয়ে যাচ্ছে তার সাপ্তাহিক ফলাফল জানা যায় এই টিআরপি তালিকাতেই। তাই প্রতিটি সিরিয়ালের কাছেই এই লিস্ট বেশ গুরুত্বপূর্ণ।

গত দু সপ্তাহ তালিকার শীর্ষ স্থানটি নিজেদের দখলে রেখেছে স্টার জলসার ‘ধুলোকণা’। এ সপ্তাহেও ব‍্যতিক্রম হয়নি। লালন ফুলঝুরির বিয়ে বাস্তবিকই ‘লাকি চার্ম’ হয়ে দাঁড়িয়েছে ধুলোকণার জন‍্য। তবে প্রথম স্থান দখল করতে পারলেও আগের সপ্তাহের তুলনায় বেশ খানিকটা নম্বর কমেছে এই সিরিয়ালের। ৮.৪ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপার লালঝুরি জুটি।

Lokkhi Kakima Superstar
দ্বিতীয় স্থানে এসেছে এ সপ্তাহের সবথেকে বড় চমক। সমস্ত হিসেব উলটে দিয়ে দু নম্বরে উঠে এসেছে জি বাংলার সুপারহিট সিরিয়াল ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। শুরু হওয়ার পর থেকেই লক্ষ্মী কাকিমার কাণ্ডকারখানা দর্শকদের মনোরঞ্জন করছিল। বরাবর সেরা দশের মধ‍্যেই থেকেছে এই সিরিয়াল। তবে দ্বিতীয় স্থানে উঠে আসা এই প্রথম।

গত রবিবার লক্ষ্মীর সপরিবারে দিদি নাম্বার ওয়ানে আসার পর্বই দ্বিগুণ বাড়িয়েছে টিআরপি। ৭.৭ নম্বর উঠেছে লক্ষ্মীর ঝুলিতে। তৃতীয় স্থানও জি এর দখলে রয়েছে। ৭.৩ পয়েন্ট নিয়ে বেশ ধরেই খেলছে ‘গৌরী এলো’। শৈলমার জারিজুরি কীভাবে ফাঁস হবে সেটা দেখার জন‍্য অপেক্ষায় রয়েছে দর্শক। ৭.৩ নম্বর নিয়ে তিন নম্বরে রয়েছে গৌরী ঈশান জুটি।

Trp
একটুর জন‍্য নম্বর কমে ৭.২ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে তিন তিনটি সিরিয়াল। মিঠাই, গাঁটছড়া আর আলতা ফড়িং। চ‍্যানেল টপারের তকমাটা তো আগেই হারিয়েছিল মিঠাই। এবার লক্ষ্মী কাকিমার কাছে হেরে দ্বিতীয় স্থানটাও হাতছাড়া হল মোদক পরিবারের।

শুরু হওয়ার পর প্রথম সপ্তাহেই ভাল ফল করেছে জি এর নতুন সিরিয়াল ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’। ছোট্ট জিনিয়াস বোধি তাঁর কাণ্ডকারখানা আর মজার পরিবার নিয়ে প্রথম কয়েকদিনেই মন জিতে নিয়েছে দর্শকদের। ৬.০ নম্বর নিয়ে সপ্তম স্থান দখল করেছে নতুন সিরিয়ালটি। এই প্রথম সেরা দশে ঢুকেছে ‘উড়ন তুবড়ি’ও। সেই তুলনায় স্টারের বৌমা একঘর এবং সাহেবের চিঠির অবস্থা বেশ শোচনীয়।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
ধুলোকণা- ৮.৪ (প্রথম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৭ (দ্বিতীয়)
গৌরী এলো- ৭.৩ (তৃতীয়)
মিঠাই, আলতা ফড়িং, গাঁটছড়া- ৭.২ (চতুর্থ)
অনুরাগের ছোঁয়া- ৬.৫ (পঞ্চম)
মন ফাগুন- ৬.১ (ষষ্ঠ)
উমা, বোধিসত্ত্বর বোধবুদ্ধি- ৬.০ (সপ্তম)
এই পথ যদি না শেষ হয়- ৫.৯ (অষ্টম)
খেলনা বাড়ি, লালকুঠি, আয় তবে সহচরী- ৫.৩ (নবম)
উড়ন তুবড়ি- ৪.৫ (দশম)


Niranjana Nag

সম্পর্কিত খবর