ধুঁকছে ‘মিঠাই’, পিহু-খুকুমণির সাঁড়াশি আক্রমণে কাবু মোদক পরিবার!

বাংলাহান্ট ডেস্ক: শিয়রে শমন ‘মিঠাই’ (mithai) এর। আর বোধ হয় ধরে রাখা গেল না সেরার মুকুট! যতবারই এমন আশঙ্কায় বুক ধরফর করেছে দর্শকদের ততবারই চমক দেখিয়েছে মোদক পরিবারের বৌমা। একটানা প্রায় এক বছর ধরে চ‍্যানেল সেরা, সর্বোপরি বাংলা সেরা হওয়া হওয়া কি চাট্টিখানি কথা?

কিন্তু সেই অসাধ‍্য সাধন করেছে মিঠাই। বহু মানুষের ভালবাসায় সেরার মুকুট ধরে রেখেই নতুন বছরে পা রেখেছে মোদক পরিবার। কিন্তু এবারে যে মিঠাই রানীর আসন টলোমলো। জি বাংলাকে এঁটে উঠতে একগুচ্ছ নতুন সিরিয়াল এনে হাজির করেছে স্টার জলসা। আর তাদের যৌথ আক্রমণেই বেসামাল মিঠাই?

Mithai in Mithai 1
তবে কি ধরাশায়ী হল এই সিরিয়াল? না, আজ সেই দিন নয়। সেরার স্থান এখনো হাতছাড়া হয়নি মিঠাইয়ের। গত সপ্তাহের থেকে একটু হলেও নম্বর বেড়েছে সিরিয়ালের। এ সপ্তাহে ১০.৫ নম্বর পেয়েছে মিঠাই। তবে অনেকেরই অভিযোগ, এ মিঠাই আর আগের মতো নেই। সিরিয়ালের মান অনেকটাই পড়ে গিয়েছে।

তবে এ সপ্তাহে স্টার জলসা আক্ষরিক অর্থেই পেঁপে দিয়ে চেপে দিয়েছে জি বাংলাকে। সবথেকে বড় চমক স্টারের অপেক্ষাকৃত নতুন সিরিয়াল ‘মন ফাগুন’। সৌমেনের মুখোশ খুলে দিয়েছে পিহু। দর্শকরাও উচ্ছ্বসিত। আর তাতেই একেবারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্টার জলসার এই সিরিয়াল।

84669123

৯.৫ নম্বর নিয়ে স্টারেরই আরেকটি নতুন সিরিয়াল ‘গাঁটছড়া’ও দ্বিতীয় স্থানে রয়েছে। এখানেই শেষ নয়। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও তিন নম্বরে জায়গা করে নিয়েছে সবথেকে নতুন সিরিয়াল‌ আলতা ফড়িং। টিআরপি তালিকার সেরা পাঁচে মিঠাই ছাড়া রয়েছে একমাত্র ‘উমা’। তারও জায়গা হয়েছে পাঁচ নম্বরে।

বুধবার ২৬ জানুয়ারির ছুটি থাকায় একদিন দেরি করে প্রকাশিত হয়েছে টিআরপি তালিকা। কিন্তু ফলাফল যে জি বাংলার পক্ষে খুব একটা যায়নি তা তালিকা দেখেই স্পষ্ট‌। সেরা দশের তালিকা জুড়ে কার্যত রাজত্ব করছে স্টার জলসা। জি বাংলার এক সময়কার হিট সিরিয়ালগুলি এখন কোনো মতে টিকে রয়েছে। শ্রীময়ী, করুণাময়ী রাণী রাসময়ীর উদাহরণ টেনে তাই দর্শকদের আশঙ্কা, আগামীতে মিঠাই, অপরাজিতা অপু, সর্বজয়ারাও না হারিয়ে যায়!

রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ১০.৫ (প্রথম)
গাঁটছড়া, মন ফাগুন- ৯.৫ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৯.২ (তৃতীয়)
খুকুমণি হোম ডেলিভারি- ৯.১ (চতুর্থ)
উমা- ৮.৯ (পঞ্চম)
আয় তবে সহচরী- ৮.৬ (ষষ্ঠ)
ধুলোকণা- ৮.২ (সপ্তম)
পিলু- ৭.৮ (অষ্টম)
যমুনা ঢাকি- ৭.৫ (নবম)
অপরাজিতা অপু- ৭.৩ (দশম)
সর্বজয়া- ৭.৩ (দশম)

Niranjana Nag

সম্পর্কিত খবর