হানিমুন পর্বে বাড়ল টিআরপি, ‘লক্ষ্মী কাকিমা’কে টেক্কা ‘গাঁটছড়া’র, সেরার সেরা কে?

বাংলাহান্ট ডেস্ক: বাংলায় নিম্নচাপের ভ্রূকুটি। এদিকে বাংলা সিরিয়ালগুলিও (Bengali Serial) ছোটখাট একটা ঝড় তুলে দিয়েছে। সাপ্তাহিক টিআরপি (TRP) তালিকা দেখে চোখ কপালে ওঠার জোগাড় দর্শকদেরও। প্রথম দশের তালিকায় একসঙ্গে ১৫ টি সিরিয়াল জায়গা করে নিয়েছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। তাহলে আর দেরি কেন? চলুন দেখে নেওয়া যাক এ সপ্তাহে কে হল সেরার সেরা।

গত কয়েক সপ্তাহ ধরে টানা রাজত্ব করে আসছে জি বাংলার ‘মিঠাই’। এ সপ্তাহেও ব‍্যতিক্রম হয়নি। নম্বরও বেড়েছে কিছুটা। ৮.৭ নম্বর নিয়ে প্রথম স্থানে মোদক পরিবার। এবারে দ্বিতীয় স্থানে রয়েছে চমক। জি এর সুপারস্টার লক্ষ্মী কাকিমাকে সাইড করে দু নম্বরে জাঁকিয়ে বসেছে ‘গাঁটছড়া’। তিন জোড়া হানিমুন যে ফলদায়ী হচ্ছে তা বোঝা গেল টিআরপি দিয়ে। খড়ি ঋদ্ধিরা এবারে পেয়েছে ৮.১।

Gantchhora
লক্ষ্মী কাকিমা অবশ‍্য পিছিয়ে নেই। ৭.৭ নম্বর নিয়ে তিন নম্বরেই জায়গা দখল করেছে এই সিরিয়াল। লক্ষ্মীর ব‍্যবসা নিয়ে চাপান উতোর, হংসিনীর সঙ্গে মনোমালিন‍্য এসবের মাঝে টিআরপি পড়ে গিয়েছে কিছুটা। একই নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্টারের ‘আলতা ফড়িং’ও।

চতুর্থ স্থানে একাই জি এর ‘গৌরী এলো’। গৌরীর জন্মবৃত্তান্ত প্রকাশ পাওয়ার পর ঘোষাল বাড়িতে ঝড় উঠেছে। অন‍্যদিকে গৌরী বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পরেই ঈশানও বাড়িতে এসে পৌঁছেছে। শৈল মায়ের এবার কী পরিণতি হবে সেটা জানার অপেক্ষায় দর্শকরা। গৌরীর ঝুলিতে উঠেছে ৭.৬ নম্বর।

Trp 1
পাঁচে অনেকটাই কম নম্বর, ৬.৫ পেয়ে জায়গা করেছে ধুলোকণা। ষষ্ঠ স্থানে একসঙ্গে দুটো সিরিয়াল, জি এর উমা আর স্টারের অনুরাগের ছোঁয়া। সম্প্রচার শুরু হওয়ার পর এই প্রথম বার সেরা দশে উঠল সাহেবের চিঠি। বিয়ের পর্ব ৫.২ টিআরপি তুলে আট নম্বরে জায়গা দিয়েছে সিরিয়ালটিকে। এছাড়াও এক্কা দোক্কা, লালকুঠি, বোধিসত্ত্বর বোধবুদ্ধিও এ সপ্তাহে সেরা দশে এসেছে

রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ৮.৭ (প্রথম)
গাঁটছড়া- ৮.১ (দ্বিতীয়)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার, আলতা ফড়িং- ৭.৭ (তৃতীয়)
গৌরী এলো- ৭.৬ (চতুর্থ)
ধুলোকণা- ৬.৫ (পঞ্চম)
উমা, অনুরাগের ছোঁয়া- ৬.২ (ষষ্ঠ)
এই পথ যদি না শেষ হয়, মন ফাগুন- ৬.০ (সপ্তম)
সাহেবের চিঠি, খেলনা বাড়ি, এক্কা দোক্কা- ৫.২ (অষ্টম)
লালকুঠি- ৫.০ (নবম)
বোধিসত্ত্বর বোধবুদ্ধি- ৪.৯ (দশম)


Niranjana Nag

সম্পর্কিত খবর