হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই পুরনো প্রতিদ্বন্দ্বী মিঠাই-গাঁটছড়া, জন্মাষ্টমীতে কে হল বাংলা সেরা? রইল টিআরপি তালিকা

বাংলাহান্ট ডেস্ক: আজ জন্মাষ্টমী। ঘরে ঘরে চলছে নন্দদুলালের আরাধনা। অদ্ভূত ভাবে একদিন পিছিয়ে এদিনই প্রকাশ‍্যে এল সাপ্তাহিক টিআরপি তালিকা (TRP List)। আর গোপালের চমকে ফের সেরার সেরা ‘মিঠাই’ (Mithai)। গোপালের ‘হেলেপ’এ সাক্ষাৎ মৃত‍্যুর হাত থেকে বেঁচে ফিরেছে সিড মিঠাই সহ মোদক পরিবার। খলনায়ক ওমি আগরওয়াল বিদায় নিলেও মিঠাইকে জিতিয়ে দিয়েই গেল।

কয়েক সপ্তাহ ধরে টিআরপির উত্থান পতনের পর প্রথম স্থানেই স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে জি বাংলার চ‍্যাম্পিয়ন মিঠাই। একটানা বাংলা সেরার তকমা পেয়ে চলেছে মোদক পরিবার। এ সপ্তাহেও তার অন‍্যথা হল না। ৮.৩ পয়েন্ট নিয়ে সেরার সেরা মিঠাই।

Mithai record
তার ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে স্টার জলসার ‘গাঁটছড়া’। অনেকদিন পর হাড্ডাহাড্ডি টক্করে দুই পুরনো প্রতিদ্বন্দ্বী। তিনজোড়া হানিমুনের গল্প দেখিয়ে ৮.১ নম্বর তুলে নিয়েছে গাঁটছড়া। অনেকদিন পর ‘গৌরী এলো’ও ভাল ফল করেছে। ঈশান গৌরীর বিচ্ছেদ ভালোই দর্শক টেনেছে। ঝুলিতে উঠেছে ৮.০।

উমা এবং মন ফাগুন দুই সিরিয়ালই বন্ধ হওয়ার মুখে। তবুও নতুনদের থেকে দুই বিদায়ী সিরিয়ালই বেশি টিআরপি তুলল। ৬.৫ এবং ৬.৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে জায়গা করেছে উমা এবং মন ফাগুন। তুলনায় বোধিসত্ত্বর বোধবুদ্ধি, সাহেবের চিঠি, এক্কা দোক্কা কেউই জায়গা করতে পারেনি সেরা দশে। স্টারের একেবারে নতুন সিরিয়াল ‘নবাব নন্দিনী’ পেয়েছে মোটে ৪.৩।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ৮.৩ (প্রথম)
গাঁটছড়া- ৮.১ (দ্বিতীয়)
গৌরী এলো, – ৮.০ (তৃতীয়)
আলতা ফড়িং- ৭.৮ (চতুর্থ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.৬ (পঞ্চম)
ধুলোকণা, – ৬.৭ (ষষ্ঠ)
উমা, – ৬.৫ (সপ্তম)
মন ফাগুন- ৬.৪ (অষ্টম)
অনুরাগের ছোঁয়া- ৬.৩ (নবম)
এই পথ যদি না শেষ হয়- ৫.৮ (দশম)


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর