জাঁকজমকই সার, নতুন সিরিয়াল এনেও টিকতে পারছে না জলসা! পুরনো দিয়েই টিআরপিতে টেক্কা জি বাংলার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক নতুন সিরিয়াল (Serial) এসে চলেছে স্টার জলসায়। চারটি নতুন সিরিয়াল শুরু হয়েছে। অপেক্ষায় আরো কয়েকটি নতুন নাম। এদিকে মাত্র কয়েক মাস চলতে চলতেই বন্ধ করে দেওয়া হচ্ছে অপেক্ষাকৃত পুরনো সিরিয়ালগুলিকে। কিন্তু তা সত্ত্বেও টিআরপিতে প্রতিপক্ষ চ‍্যানেল জি বাংলাকে কিছুতেই এঁটে উঠতে পারছে না স্টার। এ সপ্তাহেও সেরা দশের তালিকা জুড়ে জি এর রমরমা।

দর্শকদের নতুন নতুন গল্পের স্বাদ দিয়ে টিআরপি বাড়াতে চায় প্রত‍্যেকটা চ‍্যানেলই। তবে লড়াইটা মূলত হয় প্রথম সারির এই দুই চ‍্যানেলের মধ‍্যে। স্লট লিডার হওয়ার লড়াই তো রয়েছেই, উপরন্তু দুই চ‍্যানেলের মধ‍্যে কোন সিরিয়াল বাংলা সেরা হবে তা নিয়েও চলে দড়ি টানাটানি। তবে এ ক্ষেত্রে জলসাকে বেশিরভাগ সময়েই খালি হাতেই ফিরতে হয়। কারণ প্রতিবারই প্রথম স্থানটা নিজের দখলে রাখে জি এর ‘মিঠাই’।


এবারেও চ‍্যানেলের মুখ উজ্জ্বল করেছে মিঠাই রানী। ৮.৩ পয়েন্ট নিয়ে ফের বাংলা সেরা এই সিরিয়াল। ওমি আগরওয়ালের মৃত‍্যু, সিদ্ধার্থর জেলে যাওয়া, জামিনের পর মনোহরায় জন্মাষ্টমীর উৎসব সব মিলিয়ে দর্শককে চ‍্যানেল বদলানোর সুযোগই দেয়নি মিঠাই।

দ্বিতীয় স্থানেও বড় চমক রয়েছে এবারে। অনেকদিন পর দুর্দান্ত ফল করে দু নম্বরে উঠে এসেছে জি এর গৌরী এলো। ঈশান গৌরীর পুনর্মিলন দেখিয়ে ৭.৯ টিআরপি তুলেছে এই সিরিয়াল। তৃতীয় ও চতুর্থ স্থানে স্টার জলসার দুই জনপ্রিয় মেগা আলতা ফড়িং এবং গাঁটছড়া। প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭.৫ এবং ৭.৪।


এবারেও পাঁচ নম্বরে জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার। প্রাপ্ত টিআরপি ৭.১। সেখানেও এখন চলছে টানটান উত্তেজনার পর্ব। লক্ষ্মীর ব‍্যবসা বন্ধ করতে দোকানে বিষ্ফোরণ ঘটিয়েছে হংসিনীর বাবা। শেষের মুখে দাঁড়িয়ে এখনো ভাল টিআরপি দিচ্ছে উমা এবং মন ফাগুন। ৬.৪ এবং ৬.৩ পয়েন্ট নিয়ে যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে রয়েছে দুই সিরিয়াল।

সেই তুলনায় দুটি চ‍্যানেলেই নতুন শুরু হওয়া বোধিসত্ত্বর বোধবুদ্ধি, লালকুঠি, সাহেবের চিঠি, নবাব নন্দিনী, এক্কা দোক্কা কোনোটাই সেরা দশের টিআরপি তালিকায় জায়গা করতে পারেনি। নতুনরা ভিড় করে থাকলেও দর্শক এখনো পুরনোদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ৮.৩ (প্রথম)
গৌরী এলো- ৭.৯ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৭.৫ (তৃতীয়)
গাঁটছড়া- ৭.৪ (চতুর্থ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.১ (পঞ্চম)
ধুলোকণা- ৬.৭ (ষষ্ঠ)
উমা- ৬.৪ (সপ্তম)
মন ফাগুন, অনুরাগের ছোঁয়া- ৬.৩ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয়- ৫.৬ (নবম)
খেলনা বাড়ি- ৫.৫ (দশম)

সম্পর্কিত খবর

X