বাংলাহান্ট ডেস্ক: পরপর ব্যর্থ ‘মিঠাই’ (Mithai) ক্যারিশ্মা। গত সপ্তাহেই সেরার সিংহাসন হারাতে হয়েছিল মোদক পরিবারকে। আর এবার সেরা তিন থেকেই ছিটকে গেল মিঠাই। মনোহরা হাতছাড়া হতেই উপর্যুপরি বিপদ নেমে আসছে মিঠাই রানীর উপরে। এক ধাক্কায় অনেকটাই নম্বর কমেছে সিরিয়ালের।
দু নম্বর থেকে সোজা চতুর্থ স্থানে এসে ঠেকেছে মিঠাই। এ সপ্তাহে মোদক পরিবারের ঝুলিতে উঠেছে মাত্র ৭.২ নম্বর। মনোহরা হাতছাড়া হওয়ার পর এক ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে মিঠাইরা। খলনায়িকা কাউন্সিলর ওয়ান অ্যান্ড ওনলি প্রমীলা লাহার সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে গণেশ পুজো করেছে মোদক পরিবার। কিন্তু উত্তেজনার পর্বগুলো বিশেষ দর্শক টানতে পারেনি।
বরং এ সপ্তাহে দুর্দান্ত পারফরম্যান্স করে বহুদিনের হারানো স্থান জিতে নিয়েছে স্টার জলসার গাঁটছড়া (Gantchhora)। সিংহ রায় পরিবারের বৌদের পরিবারের সম্মান রক্ষার্থে ফ্যাশন শো এবং খড়ি ঋদ্ধির রোম্যান্স হু হু করে বাড়িয়েছে টিআরপি। ৮.২ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে উঠে এসেছে গাঁটছড়া।
দ্বিতীয় স্থানে গত বারের বাংলা সেরা ‘গৌরী এলো’। শৈলমা সহ ঘোষাল পরিবারের খলনায়কদের বিরুদ্ধে ঈশান গৌরীর লড়াই ভালোই টিআরপি তুলছে। এ সপ্তাহে গৌরী এলোর প্রাপ্ত নম্বর ৮.০। তিন নম্বরে স্টারের আরেক হিট মেগা আলতা ফড়িং। প্রাপ্ত নম্বর ৭.৪।
চলতি সপ্তাহে জি এর নতুন শুরু হওয়া সিরিয়াল জগদ্ধাত্রীর প্রথম টিআরপি প্রকাশ্যে এল। আর প্রথম বারেই চমকপ্রদ ফল করে সেরা দশে উঠে এসেছে জগদ্ধাত্রী। ৬.৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে এই সিরিয়াল। ভাল ফল করেছে স্টার জলসার সাহেবের চিঠি এবং মাধবীলতাও।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া- ৮.২ (প্রথম)
গৌরী এলো- ৮.০ (দ্বিতীয়)
আলতা ফড়িং- ৭.৪ (তৃতীয়)
মিঠাই- ৭.২ (চতুর্থ)
ধুলোকণা- ৭.১ (পঞ্চম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৬.৮ (ষষ্ঠ)
জগদ্ধাত্রী, অনুরাগের ছোঁয়া- ৬.৪ (সপ্তম)
সাহেবের চিঠি, খেলনা বাড়ি- ৫.৯ (অষ্টম)
মাধবীলতা- ৫.৭ (নবম)
এই পথ যদি না শেষ হয়- ৫.৫ (দশম)