বাংলাহান্ট ডেস্ক: ওলট পালট সাপ্তাহিক টিআরপি তালিকা (TRP)। মার্চের প্রথম সপ্তাহেই বড়সড় চমক দেখা গেল সেরা দশের টিআরপি তালিকায়। গাঁটছড়া (Gantchhora), মিঠাই (Mithai), মন ফাগুন (Mon Fagun), লক্ষ্মী কাকিমা সুপারস্টার (Lokkhi Kakima Superstar) সব সিরিয়ালেরই নম্বর হয় বেড়েছে নয় কমেছে। বিশেষ করে জি বাংলার জন্য নতুন আশার আলো দেখিয়েছে অপরাজিতা আঢ্যর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।
বৃহস্পতিবার আসলেই সবার প্রশ্ন থাকে, এ সপ্তাহে বাংলা সেরা কে হল? গত তিন সপ্তাহ ধরে সেরার মুকুট নিজের জিম্মায় রেখেছে স্টার জলসার ‘গাঁটছড়া’। প্রায় এক বছর ধরে ফার্স্ট গার্ল এর তকমা পেয়ে আসা ‘মিঠাই’ রাণীকে সেই যে নীচে নামিয়েছে তারপর আর উঠতেই দেয়নি। এ সপ্তাহেও শিকে ছিঁড়ল না মিঠাইয়ের ভাগ্যে। বরং আরো কমে গেল নম্বর।
টানা চার সপ্তাহ ধরে প্রথম স্থান দখলে রাখল ‘গাঁটছড়া’। সিরিয়ালে এখন টানটান উত্তেজনার পর্ব চলছে। বিশ্বাসঘাতক দ্যুতি আর রাহুলকে হাতেনাতে ধরে ঋদ্ধির কাছে নিজের সততা প্রমাণ করতে চায় খড়ি। দর্শকরাও তাই চ্যানেল ঘোরাতেই চাইছেন না। এ সপ্তাহেও ১০.২ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে গাঁটছড়া।
‘মিঠাই’কে টপকে এবারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্টারেরই আরেকটি নতুন সিরিয়াল ‘আলতা ফড়িং’। তার প্রাপ্ত নম্বর ৯.৫। অন্যদিকে গত সপ্তাহের থেকে এবারে নম্বর কমেছে মিঠাইরাণীর। মাত্র ৯.১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছে মোদক পরিবার। সেরার সিংহাসন থেকে ক্রমেই দূরত্ব বাড়ছে সিড মিঠাইয়ের।
চতুর্থ স্থানে রয়েছে লালন ফুলঝুড়ির ‘ধুলোকণা’।তবে জি বাংলাকে আশা জাগাচ্ছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। জমাটি গল্প আর অপরাজিতা আঢ্য, দেবশঙ্কর হালদারের মতো দাপুটে অভিনেতা অভিনেত্রীদের দৌলতে তড়তড়িয়ে উপরে উঠছে এই সিরিয়াল। ৮.২ নম্বর নিয়ে পঞ্চম স্থানে জায়গা করেছে লক্ষ্মী কাকিমা।
অদ্ভূত ভাবে এ সপ্তাহে সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে স্টারের ‘মন ফাগুন’। ঋষি পিহুর জুটি দর্শক টানতে ব্যর্থ হয়েছে। করুণ অবস্থা খুকুমণি হোম ডেলিভারি, উমা, পিলুরও।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া- ১০.২ (প্রথম)
আলতা ফড়িং- ৯.৫ (দ্বিতীয়)
মিঠাই- ৯.১ (তৃতীয়)
ধুলোকণা- ৮.৩ (চতুর্থ)
আয় তবে সহচরী, লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৮.২ (পঞ্চম)
মন ফাগুন- ৮.১ (ষষ্ঠ)
অনুরাগের ছোঁয়া- ৭.৭ (সপ্তম)
খুকুমণি হোম ডেলিভারি- ৭.৩ (অষ্টম)
উমা- ৭.২ (নবম)
পিলু- ৭.১ (দশম)