বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই সমস্ত বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial) সাপ্তাহিক রিপোর্ট কার্ড বেরোনোর দিন। কোন সিরিয়াল এগোলো, কোনটা পেছোলো তা জানার জন্য অপেক্ষায় থাকেন দর্শকরাও। গত সপ্তাহেই বড়সড় চমক দিয়ে আবারো বাংলা সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে জি বাংলার ‘মিঠাই’ (Mithai)। আর একবার যখন ফেরত পেয়েছে তখন অত সহজে আর সিংহাসন ছাড়ছেন না মিঠাইরাণী।
এ সপ্তাহেও বাংলা সেরা মোদক পরিবার। প্রতিদিনই কোনো না কোনো টুইস্ট আসছে সিরিয়ালের পর্বে। সিড পারিবারিক ব্যবসায় যোগ দেওয়ার পর থেকেই আরো উন্নতি করছে সিদ্ধেশ্বর মোদক গ্রুপ। এত বাড়বাড়ন্ত দেখে শত্রুপক্ষ বিরাট ষড়যন্ত্র করে মোদক পরিবারের বিরুদ্ধে। ব্যবসায় ক্ষতি করার পাশাপাশি সিদ্ধার্থকেও সরিয়ে দেওয়ার চেষ্টা করে মিঠাইয়ের জীবন থেকে।
সিরিয়ালে সারাক্ষণই একটা কী হয় কী হয় ভাব। দর্শকরাও টিভির পর্দা থেকে নড়তে রাজি নন। তাই মিঠাইও রয়েছে টপে। যদিও আইপিএলের দৌলতে সব সিরিয়ালেরই টিআরপি কমে গিয়েছে লক্ষ্যণীয় ভাবে। ৮.৬ নম্বর নিয়ে শীর্ষে রয়েছে মিঠাই।
গত বারের মতো এ বারেও দ্বিতীয় স্থানে জায়গা হয়েছে স্টার জলসার ‘গাঁটছড়া’র। সিড মিঠাই জুটিকে কোনো ভাবেই আর এঁটে উঠতে পারছে না খড়ি ঋদ্ধি। ক্রমশ টিআরপি কমছে এক সময়ের বাংলা সেরা সিরিয়ালের। দ্যুতি রাহুলের বিয়ের ব্রহ্মাস্ত্রটাও ফসকে গিয়েছে। এ সপ্তাহে গাঁটছড়ার ঝুলিতে ঢুকেছে মোটে ৮.৪।
তবে এ সপ্তাহের সবথেকে বড় চমক জি এর নতুন সিরিয়াল ‘গৌরী এলো’। শুরুর পর থেকেই সেরা দশে জায়গা করে নিতে সক্ষম হয়েছিল এই সিরিয়ালটি। তবে এবারে একলাফে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গৌরী এলো। ঈশান গৌরীর সুন্দর রসায়ন মন ভরিয়ে দিয়েছে দর্শকদের। ৮.৪ নম্বর নিয়ে যুগ্মভাবে গাঁটছড়ার সঙ্গে জায়গা ভাগ করেছে গৌরী।
এ সপ্তাহে জি বাংলার ফলাফল বেশ ভাল। গৌরী এলোর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের আগের সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’ও বহুদিন বাদে ভাল ফল করেছে। ৬ পয়েন্ট পেয়ে ১১ নম্বরে উঠে এসেছে সিরিয়ালটি। তবে এবারেও ব্যর্থ দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলের দুটি নতুন সিরিয়াল উড়ন তুবড়ি এবং গোধূলি আলাপ।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
মিঠাই- ৮.৬ (প্রথম)
গাঁটছড়া- ৮.৪ (দ্বিতীয়)
গৌরী এলো- ৮.৪ (দ্বিতীয়)
অনুরাগের ছোঁয়া- ৭.৯ (তৃতীয়)
উমা- ৭.৬ (চতুর্থ)
আলতা ফড়িং- ৭.৫ (পঞ্চম)
ধুলোকণা ৭.৪ (ষষ্ঠ)
পিলু- ৭.২ (সপ্তম)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.০ (অষ্টম)
আয় তবে সহচরী ৬.৭ (নবম)
মন ফাগুন ৬.৬ (দশম)