বাংলাহান্ট ডেস্ক: গোটা একদিন অপেক্ষার পর অবশেষে হাতে এল বাংলা সিরিয়ালগুলির সাপ্তাহিক ফলাফলের লিস্টি। কিন্তু তালিকা দেখেই মন খারাপ ‘মিঠাই’ (Mithai) ভক্তদের। আরো কমল মিঠাইয়ের নম্বর। সেরা দশের টিআরপি তালিকার আরো নীচে নেমে গিয়েছে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল। দেখে হতাশ অনুরাগীরা।
শীর্ষস্থান কয়েক সপ্তাহ আগেই হারিয়েছিল মিঠাই। গত সপ্তাহে তাও গাঁটছড়ার সঙ্গে যৌথ ভাবে দ্বিতীয় স্থান দখল করেছিল মোদক বাড়ির বৌমা। কিন্তু এ সপ্তাহে সেটাও হাতছাড়া হল সিরিয়ালের। মাত্র ৭.৭ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জায়গা হয়েছে মিঠাইয়ের।
প্রথম স্থানে গত সপ্তাহের মতোই নতুন বেঙ্গল টপার ‘ধুলোকণা’। লালন ফুলঝুড়ির সংগ্রহে এবার ৮.৩। দ্বিতীয় স্থানে অনেকটাই কম নম্বর নিয়ে স্টার জলসারই আরেক হিট সিরিয়াল ‘গাঁটছড়া’। টিআরপি উঠেছে ৭.৯। প্রথম ও দ্বিতীয় স্থানের মধ্যে টিআরপির ফারাক বেশ অনেকটাই।
চতুর্থ স্থানে ৭.৪ নম্বর নিয়ে ধরে খেলছে জি বাংলার নতুন সিরিয়াল ‘গৌরী এলো’। পাঁচে একই সঙ্গে জায়গা করে নিয়েছে আলতা ফড়িং, লক্ষ্মী কাকিমা সুপারস্টার এবং মন ফাগুন। তিনজনেরই প্রাপ্ত নম্বর ৬.৮। তুলনামূলক ভাবে নম্বর অনেকটাই কমে গিয়েছে পিলু এবং উমার।
তবে দর্শকরা সবথেকে বেশি হতাশ এবং ক্ষুব্ধ মিঠাইয়ের নম্বর দেখে। অবশ্য অনেকের বক্তব্য, এমনটা যে হবে সেটা আগে থেকেই জানতেন তারা। টিআরপি দ্রুত হারে কমে যাওয়ার দুটো কারণ দর্শিয়েছেন নেটনাগরিকরা। প্রথমত, গল্পের টুইস্ট। সিড যে রিকি দ্য রকস্টার সেটা এখন জেনে গিয়েছে দর্শক।
কিন্তু রিকির চরিত্রটির অতি নাটকীয়তা এবং তার গার্লফ্রেন্ড হিসাবে অ্যাঞ্জি চরিত্রের প্রবেশ মেনে নিতে পারছেন না অনেকেই। বাকি সিরিয়ালগুলোর মতো এবার নায়ককে নিয়ে দুজনে মিলে টানাটানি দেখানো হচ্ছে মিঠাইতেও। উপরন্তু যে জন্য সিডের ছদ্মবেশ ধারন, সেই রহস্য সমাধানের কোনো চেষ্টাই দেখানো হচ্ছে না।
আর দ্বিতীয় কারণ হিসাবে নেটিজেনদের একাংশ কাঠগড়ায় তুলেছে আদৃত ও কৌশাম্বীকে। আসলে কিছুদিন আগে সিড ওরফে আদৃত ‘দিদিয়া’ কৌশাম্বীর সঙ্গে ছবি শেয়ার করে তাঁকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে দাবি করেন। অথচ গুঞ্জন বলছে, তাঁদের মধ্যে বন্ধুত্ব ছাড়াও আরো বেশি কিছু রয়েছে।
এ নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় হচ্ছে নেটপাড়া। সিরিয়ালের উপরে আদৃতের পোস্টের খারাপ প্রভাব পড়তে পারে বলে দাবি করেছিলেন নেটনাগরিকদের একাংশ। এখন এই টিআরপি দেখে আরোই ক্ষুব্ধ তারা। এবার আগামীতে মিঠাইয়ের গল্প এবং টিআরপি কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
ধুলোকণা- ৮.৩ (প্রথম)
গাঁটছড়া- ৭.৯ (দ্বিতীয়)
মিঠাই- ৭.৭ (তৃতীয়)
গৌরী এলো- ৭.৪ (চতুর্থ)
আলতা ফড়িং, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, মন ফাগুন- ৬.৮ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া- ৬.৪ (ষষ্ঠ)
উমা- ৬.২ (সপ্তম)
আয় তবে সহচরী- ৬.১ (অষ্টম)
পিলু- ৫.৬ (নবম)
এই পথ যদি না শেষ হয়- ৫.০ (দশম)