বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যপাল মুখ্যমন্ত্রীর সংঘাতের মধ্যে এবার ঢুকে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের লেখা চিঠির জবাবে রাজ্যপালকে দিল্লীতে নিয়ে গিয়ে রাখার অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে।
রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে প্রথম দিকে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে মিলমিশ থাকলেও, ধীরে ধীরে তা পুরোনো সংঘাতে ফিরে আসছে। ইতিমধ্যেই কেন্দ্রের পাঠানো পর্যবেক্ষকদের টিম নিয়ে বেশ জটিলতার সৃষ্টি হয়েছিল। তাঁর মধ্যে আবার কিছুদিন আগে থেকেই রাজ্যপাল রাজ্যের বিরোধীতা করছে বলে অভিযোগও উঠছে। এই নিয়ে বিগত বেশ কিছুদিন যাবত বিভিন্ন উত্তপ্ত চিঠিপত্র, ট্যুইটের আদানপ্রদানও চলছে। এবার রাজ্যপালের পাঠানো চিঠির পাল্টা জবার দিলেন তৃণমূলের আর এক সাংসদ মহুয়া মৈত্র।
সম্প্রতি রাজ্যপালের ট্যুইটের জবাবে ৫ পাতার চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর লেখা ৫ পাতা চিঠির পাল্টা উত্তর দিতে ১৪ পাতার পত্র লিখে রাজ্যে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যপাল মন্ত্রীসভার অপমান করছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এবং তাঁকে মনে করিয়ে দিয়েছিলেন, যে রাজ্যপাল মনোনীত এবং মুখ্যমন্ত্রী নির্বাচিত। মুখ্যমন্ত্রীর এই কথা জবাবে রাজ্যপাল বলেছেন, ‘করোনা মোকাবিলা না করতে পেরে মুখ্যমন্ত্রী এখন রাজ্যবাসীর নজর ঘোরাতে চাইছে’। এছাড়াও ৩৭ টি পয়েন্ট উল্লেখ করে বলেছেন তিনি মুখ্যমন্ত্রীকে অসাংবিধানিক কাজ করছেন, এমনটাও অভিযোগ করেছেন রাজ্যপাল।
রাজ্যপালের এই বক্তব্যের ভিত্তিতে তৃণমূলের আর এক সাংসদ মহুয়া মৈত্র ট্যুইট করে সরাসরি রাজ্যপালকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, এখন এই সংকটের সময়ে রাজভবনকে তোষামোদ করার সময় নেই রাজ্যের কাছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অনুরোধ করেছেন, যাতে এখন এই সংকটের সময়ে রাজ্যপালকে দিল্লীতে নিয়ে গিয়ে রাখতে, তাহলে রাজ্যের উপকার হবে।