পিরিয়ডের সময় নিজের প্রেমিকা এবং স্ত্রীকে যে আগলে রাখে,মেয়েদের চোখের সেই আসল হিরো

 

বাংলা হান্ট ডেস্ক ঃ মাসে পাঁচ দিন করে একটি নির্দিষ্ট বয়সের পর থেকে প্রত্যেকটি মেরেরই পিরিয়ড হয়ে থাকে। এই অবস্থায় একজন মেয়ের মুড কতটা সুইং করে তা কেবল মাত্র তারাই বলতে পারবে। নিজের প্রেমিকা বা স্ত্রীকে খুশি রাখার জন্য কত কিছুই করে থাকেন কিন্তু জানেন কি,পিরিয়ড চলাকালীন যেসব ছেলেরা নিজেদের স্ত্রী কিংবা প্রেমিকার যত্ন নেয় তারাই মেয়েদের চোখে আসল হিরো।

যত্ন নেওয়া মানে নাওয়া খাওয়া ভুলে সারাদিন তার পেছনে লেগে থাকা নয়, ঘন্টায় ঘন্টায় একটি ফোন কল অথবা মেসেজ। এবং রাতে বাড়ি ফেরার সময় একটা করে চকলেট।

1665d img 20190607 225027

পারলে ডিনারটাও দিনে দু একদিন বাইরে থেকেই নিয়ে আসুন না! এমনটা করতে পারলেই আপনিই হবেন আপনার স্ত্রীর চোখে আসল হিরো।

সম্পর্কিত খবর