পুজোর আগে এই দিন থেকে চালু হচ্ছে টালা ব্রিজ, উদ্বোধন করবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে কি খুলে যাচ্ছে টালা ব্রিজ (Tala Bridge)। অন্তত তেমনই ইঙ্গিত পাওয়া গিয়েই আগেই। কিছু দিন আগেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান পুজোর মুখেই খুলবে উত্তর কলকাতার এই সেতুটি। কিন্তু তারিখ তখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এবার সেই তারিখও চূড়ান্ত হয়ে গেল।

জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২ সেপ্টেম্বরই খুলে যাচ্ছে এই সেতু। সেদিন বিকেল সাড়ে চারটে নাগাদ এই সেতু উদ্বোধন হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) টালা ব্রিজ উদ্বোধন করবেন। কবে শেষ হবে টালা ব্রিজের কাজ? এই প্রশ্ন উত্তর দীর্ঘদিন ধরেই খুঁজছিল কলকাতাবাসী। বিশেষ করে উত্তর কলকাতার মানুষরা। সেই প্রশ্নের উত্তরই এবার পেল শহরবাসী।

এর আগেও বেশ কয়েকবার ব্রিজ খোলার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায়। ২০২০ সাল থেকেই বন্ধ এই ব্রিজ। যার জেরে মারাত্মক চাপ পড়ে উত্তর কলকাতার ট্রাফিকের ওপর। গাড়ি দুই দিক থেকে ঘুরিয়ে দিলেও যান চলাচল নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয় খেতে হয় ট্রাফিক পুলিশদের। ৮০০ মিটার লম্বা এই ব্রিজ তাই কবে শুরু হবে, সেই নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই।

প্রসঙ্গত, ১৯৬২ সালে এই টালা ব্রিজ তৈরির পর অনেকটাই সমাধান হয়েছিল যাতায়াতের অসুবিধা। ১৫০ টন ভার বহনের ক্ষমতা ছিল পুরোনো ব্রিজের। তবে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ৫০ বছর পরেই ব্রিজের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। এরপরই বিশেষজ্ঞদের পরামর্শে নতুন টালা ব্রিজের কাজ হয়েছে। এখন ৪৬৮ কোটি টাকায় তৈরি এই ব্রিজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার অপেক্ষায় রয়েছে শহরবাসী।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর