পাকিস্তান সীমান্তে ভয়ংকর হামলা তালিবানের! গুলি ও মর্টারের আক্রমণে মৃত ১০, আহত বহু

বাংলাহান্ট ডেস্ক : অগ্নিগর্ভ পাক সীমান্ত (Pakistan Border)। আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে (Afghanistan – Pakistan Border) এই লড়াই চলছে বিগত কয়েকদিন ধরে। এবার পাকিস্তান সেনার পক্ষ থেকে অভিযোগ করা হল যে তালিবান সেনা (Taliban) বিনা কারণে হামলা চালিয়েছে। সীমান্তে পাক সেনাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে তারা। গুলিতে কমপক্ষে ১০ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৩৭ জন। রবিবার বালোচিস্তানের চমন জেলাতে এই সংঘর্ষ হয়। অন্যদিকে, গতকালই আফগানিস্তানের স্পিন বলডাক এলাকাতেও সংঘর্ষ হয়। সেই সংঘর্ষেও আফগানিস্তানের ৪ নাগরিকের মৃত্যু হয়।

পাকিস্তান সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার বালোচিস্তানে আফগান সীমান্তরক্ষী বাহিনী বিনা কারণে ও বিমা প্ররোচনায় গুলি চালিয়েছে পাকিস্তানকে লক্ষ্য করে। গুলির আঘাতে কমপক্ষে ১০ জন পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে, কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। বিশেষ সূত্রে খবর, গুলির পাশাপাশি মর্টার সহ বিভিন্ন ভারী অস্ত্রও ব্যবহার করা হয়েছে। মূলত নাগরিকদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে তালিবান সেনা। পাল্টা জবাবে পাক সেনার তরফ থেকেও গুলি চালানো হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, হামলার পরই পুলিস ও পাক সেনাবাহিনী এলাকা ঘিরে ফেলে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাকিস্তান সরকারের তরফে আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। ভবিষ্যতে যাতে এই ধরনের হামলা না হয়, তার জন্যও যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে তালিবান সরকারকে।

তবে তালিবানের তরফ থেকে এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। কী কারণে গুলি চালানো হয়েছে, তাও জানানো স্পষ্ট করে জানানো হয়নি। পাকিস্তান সেনার গুলিতে আফগানিস্তানের কেউ মারা গিয়েছেন কিনা, তাও অজানা। রবিবারই আফগানিস্তানের স্পিন বলডাক এলাকাতেও পাক সেনার সঙ্গে তালিবানের সংঘর্ষ হয়। সেই হামলায় কমপক্ষে ৪ জন পাকিস্তান নাগরিকের মৃত্যু হয়েছে বলে খবর।

Sudipto

সম্পর্কিত খবর