মার্কিন সেনার দোভাষী কর্মীর মাথা কেটে নির্মম ভাবে হত্যা করল তালিবানরা, আতঙ্কে বাকিরা

বাংলাহান্ট ডেস্কঃ কাবুলে মার্কিন সেনাবাহিনীতে প্রায় ১৬ মাস ধরে দোভাষী হিসেবে কাজ করছিলেন আফগান (afghan) নাগরিক সোহেইল পারদিস। ইদ উপলক্ষ্যে নিজের বোনকে কাবুলে নিয়ে আসার সময় গত ১২ ই মে একটি চেকপয়েন্টে পারদিসকে আটক করে তালিবানরা (taliban)। শুধু আটকই নয়, পরবর্তীতে জানা গিয়েছে, মার্কিন সেনাবাহিনীর দোভাষী হওয়ার অপরাধে পারদিসকে নির্মম ভাবে হত্যা করে তালিবানরা।

তবে এই ঘটনার কিছু দিন আগেই ৩২ বছর বয়সী পারদিস তাঁর এক বন্ধুকে তালিবানদের কাছ থেকে মৃত্যুর হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। কারণ তালিবানরা জানতে পেরেছিলেন, আফগান নাগরিক হয়েও সোহেইল পারদিস প্রকৃতপক্ষে মার্কিন সেনাবাহিনীতে দোভাষী হিসেবে কাজ করে।

sohail 2

ঘটনার দিন ইদ উপলক্ষ্যে নিজের বোনকে কাবুলে নিয়ে আসার জন্য মরুভূমির মধ্যে গিয়ে গাড়ি নিয়ে তীরের গতিতে ছুটছিলেন পারদিস। তালিবানদের চেকপয়েন্টের দিকে গাড়ি চালিয়ে যাওয়ার সময় গাড়ির গতি আরও বাড়াতে থাকে সোহেইল পারদিস। কিন্তু শেষ রক্ষা হয় না পারদিসের।

রাস্তার মাঝেই গুলি চালিয়ে সোহেইল পারদিসকে থামতে বাধ্য করে তালিবানরা। সূত্রের খবর, সেইসময়কার পার্শ্ববর্তী গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেইসময় সোহেইল পারদিসকে জোর করে তাঁর গাড়ি থেকে টেনে বের করে তালিবানরা। আর সেখানেই তাঁর শিরশ্ছেদ করে তাঁকে হত্যা করে।

বর্তমান সময়ে পারদিসের মতো যারা আফগান নাগরিক হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দোভাষী ও অনুবাদক হিসেবে কাজ করছেন, তাঁরা এখন তাঁদের জীবন নিয়ে সংশয়ে রয়েছেন। তাঁরা এখন তালিবানদের রোষানলে পড়ার ভয়ে দিন কাটাচ্ছেন।

Smita Hari

সম্পর্কিত খবর