পঞ্জশির ফতেহ করার দাবি তালিবানের, জারি করল প্রথম ছবি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে কবজা করা তালিবান দীর্ঘদিন ধরেই পঞ্জশির জয়ের লক্ষ্য থেকে দূরে ছিল। তবে এবার তাঁরা পঞ্জশিরও ফতেহ করার দাবি করল। কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তালিবান পঞ্জশিরের গভর্নর হাউসে কবজা জমিয়েছে আর তাঁরা নিজেদের ঝাণ্ডাও তুলেছে। নিউজ এজেন্সি অসবকা তালিবান দ্বারা পঞ্জশিরের গভর্নর হাউসে পতাকা তোলার ছবি প্রকাশ করেছে। জারি করা ছবিতে তালিবানি নেতাদের পতাকা তুলতে দেখা যাচ্ছে।

তালিবান দাবি করেছে যে, পঞ্জশিরের বিদ্রোহী সংগঠনের কম্যান্ডার মোহম্মদ সোহেলকে তাঁরা মেরে ফেলেছে। এর আগে বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র ফহিম দশতি আর আহমেদ মাসুদের ভাইপোর মৃত্যুর খবর সামনে এসেছিল।

শোনা যাচ্ছে যে, তালিবানের পঞ্জশির দখলের দাবির পর আফগানিস্তানের কার্যবাহ রাষ্ট্রপতি অমরুল্লাহ সালেহকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া পঞ্জশিরের নেতা আহমেদ মাসুদ তিনদিন ধরে তাজকিস্তানে রয়েছেন।

ফহিম দশতির মৃত্যুর একদিন আগে প্রতিরোধ বাহিনী তালিবানকে বড়সড় ঝটকা দিয়েছিল। দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে তালিবানের ৬০০ জন জেহাদি মারা গিয়েছিল। এছাড়াও ১ হাজার জনের মতো জেহাদি আত্মসমর্পণ করেছিল। ফহিম ওই লড়াইয়ের অংশ ছিলেন। উনি ৬০০ তালিবানের মৃত্যুর খবর মিডিয়াকে দিয়েছিলেন। এর ঠিক একদিন পরই তালিবান পঞ্জশিরে দখল জমানোর দাবি করেছে।

সম্পর্কিত খবর

X