মুসলিম বিশ্বের নিয়মকে বুড়ো আঙুল! আফগানিস্তানে একদিন পূর্বেই ঈদ পালন তালিবানদের

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর একের পর এক হামলা করে আফগানিস্তানের দখল নেয় তালিবানরা আর তারপর থেকেই দেশের পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়ে উঠেছেম সম্প্রতি, দেশের নানা প্রান্তে বিস্ফোরণ থেকে শুরু করে হিংসার ঘটনায় জেরবার সকল আফগানবাসী। এসব মাঝে পরিস্থিতি মোকাবিলা করার পরিবর্তে একদিন পূর্বে ঈদ উৎসব পালন করে সমালোচিত তালিবান সরকার।

তালিবানরা যে সবার থেকে ভিন্ন এবং কোন নিয়মেরই তোয়াক্কা করে না, তার প্রমাণ অতীতেও মিলেছে। বর্তমানে তারা সেই ধারা বজায় রেখে সোমবারের পরিবর্তে রবিবারই পালন করল ঈদ। সারাবিশ্বে নিয়ম অনুযায়ী, প্রথমে সৌদি আরবে পালিত হয় ঈদ-উল-ফিতর এবং তারপরেই বিশ্বের অন্যান্য সকল মুসলিম দেশগুলি পালন করে এই উৎসব। এ বছর আজ তথা 2 রা মে বিশ্বজুড়ে ঈদ পালন করার কথা ঘোষণা করা হয়। তবে হঠাৎ আফগানিস্থানে কেন রবিবার পালন করা হলো সেই উৎসব?

এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে যে, শনিবার নাকি আফগানিস্তানে বিভিন্ন প্রান্ত থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় আর ঠিক সেই কারণে রবিবার গোটা দেশে ঈদ পালনের কথা ঘোষণা করা হয়। উল্লেখ্য, শনিবার দিন আফগানিস্তানের কান্দাহারে এক মসজিদের সামনে হাজির হন তালিবানের শীর্ষ নেতা হাইবাতুল্লা আখুনজাদা। সেখানে উপস্থিত হয়ে তিনি গোটা দেশবাসীকে ঈদ উপলক্ষ্যে ‘জয় স্বাধীনতা এবং সাফল্যের’ অভিনন্দন জানান।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরেই আফগানিস্থানে একের পর এক বিস্ফোরণের ঘটনা সামনে এসেছে। কখনো কোন মসজিদ তো কখনো আবার কখনো স্কুল-কলেজে আত্মঘাতী হামলার ফলে প্রাণ হারিয়েছেন অসংখ্য নিরীহ আফগানবাসী। এলাকাবাসীর মতে, গত বছর তালিবান সরকার ক্ষমতায় আসার পর এহেন হামলার ঘটনার দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু গত শনিবার জনসমক্ষে এসে সেই হামলার প্রসঙ্গে একটিও কথা বলতে শোনা যায়নি তালিবান নেতাকে। বরং গোটা বিশ্বের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের ইচ্ছামত ঈদ উৎসব পালন করার ঘোষণা করতেই তিনি জনসমক্ষে হাজির হন বলে মত দেশবাসীর।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর