অগ্নিগর্ভ আফগানিস্তান! ISIS-র হামলায় নিজের দফতরেই মৃত তালিবান গভর্নর

বাংলা হান্ট ডেস্ক : তলিবান এবং ইসলামিক স্টেট। একটা সময় এরাই সন্ত্রাসবাদকে যৌথ ভাবে নেতৃত্ব দিত। আজ তাদের সম্পর্কই এখন দাঁড়িয়ে রয়েছে ছুড়ির ডগায়। আফগানিস্তানে তালিবান (Taliban) ও আইসিসের (ISIS) মধ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে গত ২০২১ সালের আগস্টে তালিবান আফগানিস্তান (Afghanistan) দখল করার পর থেকেই।

এবার আইসিসের বিরুদ্ধে লড়াই শুরু করা তালিবান গভর্নরের মৃত্যু হল আত্মঘাতী হামলায়। অবশ্য কোনও জঙ্গি গোষ্ঠী এখনও পর্যন্ত হামলার দায়স্বীকার করে নি। তবে এই ঘটনার পিছনে রয়েছে আইসিস-র হাত রয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

গত বুধবার তালিবানের শীর্ষস্থানীয় আধিকারিকরা আফগানিস্তানের বালখ প্রদেশের গর্ভনর মহম্মদ দাউদ মুজাম্মিলের সঙ্গে দেখা করে। জানা যাচ্ছে আইসিসের উৎপাত কমাতেই বৈঠক করে তারা। এরপরই বৃহস্পতিবার গভর্নরের অফিসে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিরা। হামলায় ওই গভর্নর-সহ দু’জনের মৃত্যু হয়।

taliban 2

২০২১ সালে তালিবান কাবুল দখল করার পর থেকেই আফগানিস্তানে জঙ্গি হামলার ঘটনা হুহু করে কমতে থাকে। কিন্তু সম্প্রতি সেখানে উৎপাত শুরু করেছে আইসিস। আবার বাড়ছে সন্ত্রাস। তবে আইসিসকে কড়া হাতে দমন করতে বদ্ধপরিকর তালিবান। তালিবানের নিরাপত্তা বাহিনী কয়েক সপ্তাহের মধ্যেই দু’জন সিনিয়র আইসিস নেতাকে নিকেশ করেছে।

এর আগে বহুবার জঙ্গি হামলায় বিপর্যস্ত হয়েছে আফগানিস্তান। পাকিস্তানের সীমান্ত এলাকায় বিপুলভাবে বেড়েছে জঙ্গিদের সক্রিয়তা। মতাদর্শগত পার্থক্যের জন্যই তালিবানের বিরুদ্ধে হামলা চালায় আইসিস জঙ্গিরা। ক্ষমতায় ফিরে এসেই একের পর এক জেল থেকে ইসলামিক স্টেট ও আল কায়দা জঙ্গিদের মুক্তি দেয় তারা। কিন্তু সেই জঙ্গিরাই এখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তালিবানের জন্য।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর