তালিবান হামলা, আহত প্রচুর

Published On:

বাংলা হান্ট ডেস্ক:রবিবার আফগানিস্তানের পুলিশের সদর দফতরের সামনে তালিবান আত্মঘাতী জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়। আফগানিস্তানের উত্তর প্রান্তের শহর ফুলে খুলিতে এই ঘটনা হয়।

জানা গিয়েছে,একটি বিষ্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সে একেবারে থানার সামনে চলে আসে।এই বিস্ফোরণের পর এই বেশ কয়েকজন তালিবান সশস্ত্র জঙ্গী পুলিশ হেডকোয়ার্টারে ঢুকে পড়ে,এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা।

তালিবানরা এ গোটা ঘটনার দায় স্বীকার করেছে। আফগান সেনাও অবশ্য পাল্টা গুলি চালায় তালিবানদের।একজন তালিবান কে আটক করল সক্ষম হলেও বেশিরভাগ পালিয়ে যায়।
ঘটনাস্থলে কুড়ি জন আহত হয়।

আফগানিস্তানে একের পর এক বিস্ফোরণে প্রায় প্রত্যেকদিনই ক্ষয় ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্র।

X