বাংলা হান্ট ডেস্কঃ তালিবান নেতা শের মোহম্মদ আব্বাস স্তানিকজাই জানিয়েছে যে, তাঁদের লক্ষ্য ভারতের সঙ্গে আফগানিস্তানের রাজনৈতিক, আর্থিক আর সাংস্কৃতিক সম্পর্ক আগের মতোই বজায় রাখা। বলে দিই, এটাই প্রথম অবসর যখন তালিবানের শীর্ষ নেতৃত্ব কাবুলে কবজা জমানোর পর এই ইস্যুতে এত বড় বয়ান দিলো।
স্তানিকজাই তালিবানের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে শনিবার আপলোড করা ৪৬ মিনিটের একটি ভিডিওতে আফগানিস্তানে যুদ্ধের শেষ আর শরিয়া আধারিত ইসলামিক শাসন নিয়ে পরিকল্পনা জানায়। স্থানীয় ভাষায় কথা বলার সময় স্তানিকজাই আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, চিন আর রাশিয়াকে নিয়ে তালিবান কী ভাবছে সেটা জানায়।
স্তানিকজাই জানায়, এই মহাদ্বীপে ভারত সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা ভারতের সঙ্গে সাংস্কৃতিক, আর্থিক আর বাণিজ্যিক সম্পর্ক আগের মতোই বজায় রাখতে চাই। পাকিস্তানের ধারণার উল্টো তালিবান নেতা জানিয়েছে, ‘পাকিস্তান হয়ে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ। ভারতের সঙ্গে আকাশপথেও বাণিজ্যিক সম্পর্ক বজায় থাকবে আমাদের।”
যদিও স্তানিকজাই এটা জানায় নি যে, ভারতের সঙ্গে বাণিজ্য দ্বিপাক্ষিক হবে না অন্যকিছু। পাকিস্তান আফগানিস্তানের ব্যবসায়ীদের নিজেদের সামগ্রী নিজেদের দেশের সড়ক ব্যবহার করে দেশে পাঠানোর অনুমতি দিয়েছে। কিন্তু ভারতের সামগ্রী ওই রাস্তা দিয়েই আফগানিস্তানে যেতে দিচ্ছে না পাকিস্তান।