জাতিসংঘের সুরক্ষা পরিষদে পাশ হল তালিবান সংক্রান্ত রেজলিউশন, বড় ভূমিকা নিল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবান রাজ কায়েম হওয়ার পর থেকেই ফের একবার জঙ্গিদের বাড়বাড়ন্তের আশঙ্কায় আশঙ্কিত সকলেই। যদিও এর আগেই তালিবানরা জানিয়েছিল যে আফগানিস্তানের ভূমিকে অন্য কোন দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না তারা। কিন্তু এবার কার্যত এ বিষয়ে সামনে থেকে বড় সিদ্ধান্ত নিল জাতিসংঘ। জাতিসংঘের ৫ টি স্থায়ী এবং ১০ টি অস্থায়ী সদস্যের একটি কমিটি এ বিষয়ে রীতিমতো রেজোলিউশান পাশ করেছে।

এই রেজোলিউশনে কেন্দ্রীয় ভূমিকা ছিল ভারতেরও। রেজলিউশনে বলা হয়েছে, “আফগানিস্তানের ভূমি অন্য কোনো দেশে আক্রমণ, তার শত্রুদের আশ্রয়, সন্ত্রাসীদের প্রশিক্ষণ বা সন্ত্রাসীদের অর্থায়নে ব্যবহার করা যাবে না।” শুধু তাই নয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সভাপতিত্বে নিরাপত্তা পরিষদের বৈঠকে পাশ হওয়া এই রিজলিউশনটিতে আরও বলা হয়েছে, আফগানিস্তান ত্যাগ করতে চাওয়া মানুষদের জন্য প্রক্রিয়া সহজ করতে হবে। কোন মানবাধিকার সংগঠনকে আফগানিস্তানে তাদের কাজে বাধা দেওয়া যাবে না।

প্রসঙ্গত এর আগেও আফগানিস্তান বিষয়ে যথেষ্ট সক্রিয় ভূমিকা গ্রহণ করার চেষ্টা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথেও ফোনে কথা বলেন তিনি। জানা গিয়েছে, রেজলিউশনে এও বলা হয়েছে আফগানিস্তানে বসবাসকারী সংখ্যালঘুদের মধ্যে দেশ ছাড়তে ইচ্ছুক নাগরিকদের জন্য যেন প্রক্রিয়া সহজ করা হয়। শুধু তাই নয় জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবার মত জঙ্গী সংগঠন গুলি যাতে আফগানিস্তানকে ব্যবহার করতে না পারে সে কথা উঠে এসেছে রেজলিউশনে।

S Jaishankar MEA 770x433

বিশেষজ্ঞদের মতে জাতিসংঘে এই রেজুলিউশন পাস হওয়ার ফলে আগামী দিনে অত্যাচার থেকে অনেকটাই মুক্তি পাবেন আফগান নাগরিক ও সেদেশের সংখ্যালঘুরা। তাছাড়া ২৫৯৩ নম্বর এই প্রস্তাবে সরাসরি জঙ্গি সংগঠন গুলির নাম উল্লেখ করায় আগামী দিনে আশঙ্কা কিছুটা কমবে বলেই মনে করছে কেন্দ্র।

Abhirup Das

সম্পর্কিত খবর