বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে ক্ষমতা দখলের পড় বড় সিদ্ধান্ত নিলো তালিবান। তাঁরা আফগানিস্তানের জেলে বন্দি ২ হাজার ৩০০ জঙ্গিকে মুক্ত করে দিয়েছে। মুক্তি পাওয়া জঙ্গিদের মধ্যে টিটিপির প্রাক্তন ডেপুটি প্রধান ফকীর মহম্মদও রয়েছে। মুক্তি পাওয়া জঙ্গিদের মধ্যে তেহরিক-ই-তালিবান, আল-কায়দা, আর আইএসএস জঙ্গিরাও রয়েছে। এরা সবাই আফগানিস্তানের আলাদা আলাদা জেলে বন্দি ছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদের মধ্যে কয়েকজন কয়েদিকে রবিবার কাবুলে তালিবানের কবজা করার পরই মুক্তি দেওয়া হয়েছিল। এরা কান্দাহার, বরগাম আর কাবুলের জেলে বন্দি অবস্থায় ছিল। মৌলবি ফকীর মহম্মদ টিটিপির প্রাক্তন ডেপুটি চীফ। তাঁর মুক্তি আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের জন্যও চিন্তার বিষয়। এছাড়াও কাবুলের জেলে বন্দি ভারতীয় দুই আইএসআইএস মহিলা জঙ্গি মুক্তি পেয়েছে বলে জানা যাচ্ছে।
এও খবর পাওয়া যাচ্ছে যে, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা আর লস্কর-ই-ঝাংভিও আফগানিস্তানে রয়েছে। তাঁরা কাবুল সমেত গোটা আফগানিস্তানে তালিবানদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চায়।
বলে দিই, ১৫ আগস্ট ২০২১-এ তালিবান কাবুল সহ গোটা আফগানিস্তানে কবজা করে নেয়। আফগান রাষ্ট্রপতি আশরফ গনি সমেত বড়বড় আধিকারিকরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এমনও খবর পাওয়া গিয়েছে যে, ৭২ বছর বয়সী আশরফ গনি বিপুল নগদ টাকা ও গহনা নিয়ে বিদেশে পাড়ি দিয়েছেন।