যুদ্ধ আসন্ন? পাকিস্তানকে জব্দ করতে বড় পদক্ষেপ তালিবানের! চরম বিপাকে শরিফ সরকার

বাংলা হান্ট ডেস্ক : ভয়ংকর সংকটে পাকিস্তান (Pakistan)। টাকা নেই, জ্বালানী নেই, খাদ্যও নেই। এরই সঙ্গে যুক্ত হয়েছে সন্ত্রাসবাদ। তালিবান (Taliban) যখন কাবুল দখল করছে তখন তাদের মদত দিয়েছিল পাক সরকার। আর এবার তালিবানের সঙ্গে তুঙ্গে পৌঁছেছে সীমান্ত সংঘাত। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ আসন্ন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত সোমবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোরখাম বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে তালিবান প্রশাসন। এর জেরেই মাথায় হাত পড়েছে পাক ব্যবসায়ীদের। তোরখামে আটকে রয়েছে প্রায় ৬ হাজার পণ্যবাহী ট্রাক। প্রচুর খাদ্য সামগ্রী প্রায় পচে যাওয়ার মত অবস্থা।

এরই মধ্যে, একে অপরের দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সেনা। গত সোমবার পাকিস্তানের দিক থেকে খাইবার পাখতুনখোয়া এবং আফগানিস্তানের তরফে নানগরহার প্রদেশে অবস্থিত তোরখাম বর্ডার ক্রসিংয়ে তালিবানের সঙ্গে ভয়াবহ গুলির লড়াইও হয় পাক সীমান্তরক্ষীদের। তারপর থেকেই সীমান্তে পারাপার বন্ধ করে দিয়েছে তালিবান।

pakistan 2 1

জানা যাচ্ছে, আফগান রোগীদের পেশোয়ার যেতে বাধা দেয় পাক সীমান্তরক্ষীরা। আর এতেই ক্ষেপে তালিবান। তোরখামের তালিবানের প্রশাসনিক প্রধান মোল্লা মহম্মদ সিদ্দিকের অভিযোগ, ‘রোগীদের প্রবেশ আটকে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে পাকিস্তান। তাই এই বর্ডার ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।’ এই প্রথম নয়, এর আগেও সীমান্ত নিয়ে সংঘাতে জড়ায় পাক সেনা ও আফগান তালিবান।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে দু’টি পৃথক ঘটনায় পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের (Afghanistan) নিমরোজ ও নানগরহার প্রদেশে সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ শুরু করে পাকিস্তানি সেনা। কিন্তু সেই ফেন্সিং ভেঙে গুঁড়িয়ে দেয় তালিবান সীমান্তরক্ষীরা। শুধু তাই নয়, বাধা দিলে পাক সেনাদের গুলি করারও হুমকি দেয় তারা।


Sudipto

সম্পর্কিত খবর