সমস্ত কাজ ছেড়ে চরম বিপদজনক পরিকল্পনা নিয়ে পর্ণ সাইটে মগ্ন তালিবানিরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে ক্ষমতা দখলের পর তালিবান তাঁদের বেছে বেছে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, যারা তাঁদের নজরে ইসলাম বিরোধী। আর সেই ক্রমে তালিবানরা এখন পর্ণ সাইটে কড়া নজরদারি শুরু করেছে। যেই মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত, তাঁদের সনাক্ত করে সাজা দেওয়াই তালিবানের এখন মূল লক্ষ্য। তালিবানি জঙ্গিরা এখন সেক্স ওয়ার্কার্সদের কিল লিস্ট তৈরি করতে ব্যস্ত।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তালিবানরা এমন কিছু ভিডিও পেয়েছে, যেগুলিতে আফগান সেক্স ওয়ার্কারসদের পশ্চিমি দেশের পুরুষ সেক্স ওয়াকার্সদের সঙ্গে পর্ণ সিনেমা বানাতে দেখা যাচ্ছে। এরপরই তালিবান সেই সমস্ত মহিলাদের সনাক্ত করার জন্য ব্যাপক অভিযান শুরু করেছে। বলে দিই, বিশ বছর আগে তালিবানি শাসনেও এমন মহিলাদের খুঁজে খুঁজে শাস্তি দেওয়া হয়েছিল।

রিপোর্ট অনুযায়ী, তালিবান সেই যৌন কর্মীদের সর্বসমক্ষে সাজা দেওয়ার জন্য খুঁজছে। যৌন ব্যবসায় যুক্ত মহিলাদের তালিবানি নিয়মে মাথা কাটা, পাথর মারা আর ফাঁসিতে ঝোলানোর মতো সাজা দেওয়ার নিদান রয়েছে। এছাড়াও তালিবানি জঙ্গিদের দ্বারা সবার সামনে ধর্ষণ করারও নিদান রয়েছে।

উল্লেখ্য, তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যে আফগান মহিলাদের জীবন বিভীষিকায় পরিণত হবে, তা সকলেরই জানা ছিল। এমনকি তালিবান ক্ষমতায় আসতেই মহিলাদের জন্য ফতোয়া আর নিয়ম জারি করেছে। এরথেকে তাঁরা স্পষ্ট করে দিয়েছে যে, মহিলাদের ওই দেশে আর স্বাধীনতা থাকবে না।

X