লোকাল ট্রেন চালানো নিয়ে চর্চা শুরু, প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুমতি চাইতে পারেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে গোটা দেশে লাগু হয়েছে লকডাউন, আর এবার ধীরে ধীরে শুরু হয়েছে আনলকের পালা। দেশে অর্থনীতি মজবুত করতে ধীরে ধীরে সমস্ত কিছু খুলে দেওয়ার প্রয়াস চালাচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার। অফিস, মল, সেলুন, বিউটি পার্লার, ধর্মীয় স্থান খুলে দেওয়ার অনুমতি আগেই জারি হয়েছে। তবে অফিস খুললেও সমস্যার সন্মুখিন অফিস যাত্রীরা। কারণ যাতায়াতের জন্য ভারতের লাইফলাইন হিসেবে পরিচিত ভারতীয় রেল (Indian Railways) এর লোকাল ট্রেন (Local Train) বন্ধ। আর এই কারণে অফিস যাত্রীদের অফিসে যাওয়া নিয়ে প্রচুর সমস্যার সন্মুখিন হতে হচ্ছে। আর এই সঙ্কট নিবারণের জন্য লোকাল ট্রেন চালু করা নিয়ে চর্চা করছে সরকার।

আরও পড়ুনঃ বিশ্বরেকর্ড গড়ল ভারতীয় রেল, ইলেক্ট্রিল লাইনে ছুটল বিশ্বের প্রথম ডবল-স্ট্যাক কন্টেনার ট্রেন

প্রাপ্ত খবর অনুযায়ী, এবার মুম্বাইয়ে লোকাল ট্রেন গুলোর সঞ্চালনের কথা ভাবছে মহারাষ্ট্র সরকার। অফিস, স্বাস্থ্য কর্মী এবং সমস্ত করোনা যোদ্ধাদের সময়মত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য এই ভাবনা নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে, ১৭ই জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে হওয়া ভিডিও কনফারেন্সে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুম্বাই মহানগরীতে রেল পরিষেবা শুরু করার দাবি জানাতে পারেন। যদিও আধিকারিক সুত্র অনুযায়ী, মুম্বাইয়ে রেল পরিষেবা বহাল করার জন্য রেলওয়ে আধিকারিক, রাজ্যের আধিকারিক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যে কথাবার্তা আগে থেকেই চলছে। শোনা যাচ্ছে যে, জরুরী কাজে নিযুক্ত মানুষদের জন্য আগামী সোমবার থেকে লোকাল ট্রেন পরিষেবা শুরু হতে পারে।

বুধবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে মুম্বাই মহানগ্র এলাকায় লোকাল ট্রেন শুরু করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেন। উনি বলেন, ফ্রন্টলাইন কর্মীদের যাতায়াত করা সমস্যা হয়ে যাচ্ছে আর সার্বজনীন বাহন কম থাকার কারণে সময়মত ডিউটেতে যোগ দেওয়া যাচ্ছে না। এরকমই কথা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ টোপে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধনের সাথে হওয়া ভিডিও বৈঠকে তুলে ধরেছিলেন। ওই বৈঠকে তিনি জরুরী সেবায় থাকা কর্মীদের যাতায়াতের সুবিধার জন্য লোকাল ট্রেন পরিষেবা চালু করার আবেদন জানিয়েছিলেন।

আরও পড়ুনঃ লোকাল ট্রেন পুনরায় চালু করার জন্য এই উপায়গুলি অবলম্বন করতে পারে ভারতীয় রেল

কনফারেন্সের পর টোপে জানিয়েছিলেন যে, আমি বৈঠকে জরুরী সেবা গুলোর জন্য উপনগরীতে রেল পরিষেবা শুরু করার দাবি জানিয়েছি। আমার বিশ্বাস যে কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রী এই বিষয়ে চর্চা করবেন। যদিও, মুম্বাইয়ের রেল আধিকারিকরা জানান যে, এই বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে তাদের কোন নির্দেশ দেওয়া হয় নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর