‘কারওর মধ্যস্থতা চাই না, পাক অধিকৃত কাশ্মীর চাই’, আমেরিকাকে আর যা যা জানালেন মোদী…

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আগ-বাড়িয়ে মধ্যস্থতা করতে এসেছিল আমেরিকা (U.S.)। পাল্টা ভারতের (India) সাফ বার্তা, ‘কারওর মধ্যস্থতা চাই না, পাক অধিকৃত কাশ্মীর চাই।’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) স্পষ্ট বার্তা, পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে হবে। নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন সূত্রে এমনটাই খবর মিলেছে।

পাক অধিকৃত কাশ্মীর চাই: মোদী (PM Narendra Modi)

সূত্রের খবর, ভারত পাকিস্তান (India-Pakistan) দুই দেশের ক্রমাগত চলতে থাকা সংঘাত নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শনিবার মোদীর ফোনে কথা হয়। সেখানেই প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট। বর্তমানে যা পরিস্থিতি রয়েছে তাতে একটাই পথ, পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফিরিয়ে দিতে হবে। এই একটা বিষয় ছাড়া তাদের সঙ্গে আলোচনার আর কোনও পথ খোলা নেই বলে জানান মোদী।

এই প্রসঙ্গে মোদী আরও বলেছেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে পারি যদি তারা জঙ্গিদের আমাদের হাতে তুলে দেওয়ার কথা বলে এ ছাড়া আমাদের আর কোনও বক্তব্য নেই।’ মোদির স্পষ্ট বক্তব্য, ‘এই ইস্যুতে কোনও মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই আমাদের।’ একই সাথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে মোদী জানিয়েছেন, পাকিস্তান যদি ভারতে আক্রমণ করে, তাহলে ভারত পাল্টা আরও জোরালো আক্রমণ করবে।

আরও পড়ুন: সংঘর্ষ বিরতির পরেই কাশ্মীরের দিকে নজর? ভারতের সঙ্গে আলোচনা চেয়ে বার্তা পাক মন্ত্রীর

এদিকে সরকারি সূত্রে জানা গিয়েছে, ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে সেনাকে প্রধানমন্ত্রীর সাফ নির্দেশ, ওরা গুলি চালালে, চলবে গোলা। জঙ্গিদের মাটিতে মিশিয়ে দেওয়ার নির্দেশ মোদীর। জঙ্গি ঘাঁটিতে ভারতের প্রত্যাঘাত নিয়ে তিনি বলেন, ‘এদেরকে আমরা মাটিতে মিশিয়ে দেব। ঘরে ঢুকে মারব বলেছিলাম। সেটা কাজেও করে দেখিয়েছি। বাহওয়ালপুর, মুরিদ, মুজাজাফ্ফরবাদকে মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছি। মোদীর হুঙ্কার, ‘এরপর যদি ওই পার থেকে গুলি আসে, তাহলে এবার গোলা চলবে।’

ভিডিও দেখুন: https://www.youtube.com/live/UeV-MKPFA-8?si=PZMkhWg6paEXWUAl

পিটিআই সূত্রে খবর, নমো বলেছেন, ‘ওয়াহান সে গোলি চলেগি, তো ইয়াহান সে গোলা চলেগি।’ সেনা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ, পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতি ভারতের প্রতিক্রিয়া আরও জোরালো হবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X