বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক দশকে ভারতীয় অর্থনীতির অগ্রগতি স্তম্ভিত করেছে গোটা বিশ্বকে। একদা বিশ্বের অন্যতম দরিদ্র রাষ্ট্র থেকে, ভারত (India) আজ পরিণত হয়েছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির রাষ্ট্রে। দেশের অর্থনৈতিক ক্ষেত্রের পরিবর্তনের পাশাপাশি বদল এসেছে পরিকাঠামোয়। দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য শহরে নির্মাণ হয়েছে অসংখ্য বহুতল।
ভারতের (India) সবচেয়ে উঁচু বহুতল
আকাশচুম্বী আবাসন থেকে হাইরাইজ কর্পোরেট অফিস, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই বহুতলগুলি ভারতের (India) প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতির শ্রেষ্ঠ উদাহরণ। তবে ভারতের (India) সবথেকে উঁচু বহুতলটি কোথায় অবস্থিত বলতে পারবেন? দেশের বাণিজ্যিক রাজধানী হিসাবে পরিচিত মুম্বইয়ের ওরলিতে রয়েছে ভারতের সবথেকে উঁচু বিল্ডিং।
আরও পড়ুন : পেট্রোল-ডিজেল চালিত গাড়িতে নিষেধাজ্ঞা, শহরের ভোল বদলাতে বড় পদক্ষেপ সরকারের
মুম্বইয়ের (Mumbai) প্যালেস রয়্যাল টাওয়ার Palais Royale Tower) দেশের বৃহত্তম বহুতলগুলির তালিকায় শীর্ষে অবস্থান করছে। ভারতের প্রযুক্তি ও প্রকৌশলের এক গর্বের উদাহরণ হয়ে মুম্বাইতে দাঁড়িয়ে রয়েছে ৮৮ তলা বিশিষ্ট প্যালেস রয়্যাল টাওয়ার। ৮৮ তলা বিশিষ্ট প্যালেস রয়্যাল টাওয়ারটির নির্মাণকার্য সম্পন্ন হয় ২০১৮ সালে। এই হাইরাইজ বিল্ডিংটির গড় আয়তন ৮,৭০০ বর্গফুটেরও বেশি।
আরও পড়ুন : ৪০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, নাসার মিশনে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় শুভাংশু শুক্লা
মুম্বাই শহরের অন্যতম ল্যান্ডমার্ক হয়ে ওঠা প্যালেস রয়্যাল টাওয়ারের উচ্চতা ৩২০ মিটার বা ১,০৫০ ফুট। প্যালেস রয়্যাল উচ্চতার খাতিরে অর্জন করেছে লিড প্রি-সার্টিফাইড প্ল্যাটিনাম রেটিং। যার ফলে দেশের বৃহত্তম আবাসিক ভবনের স্বীকৃতি পেয়ে গিয়েছে এই বহুতলটি। ‘অনেস্ট শেল্টার্স প্রাইভেট লিমিটেড’ এবং ‘প্যান্থাকি অ্যাসোসিয়েটস’ – এর যৌথ উদ্যোগে নির্মিত এই ভবনটির বিস্তৃতি ৩০ লক্ষ বর্গফুটেরও বেশি জায়গা জুড়ে।
দু’টি বেসমেন্ট স্তর, দু’টি লবি, সাতটি পার্কিং স্তর, সাতটি অ্যামিনিটি তলা নিয়ে গড়ে ওঠা প্যালেস রয়্যালে রয়েছে ৪৩টি আবাসিক ফ্লোর। ৮,০০০ থেকে ১৪,০০০ বর্গফুটের ১৫৩টি সুপার লাক্সারি ফ্ল্যাট রয়েছে এই ভবনটিতে। শুধু আবাসন ভবন হিসাবে নয়, উচ্চতার খাতিরে প্যালেস রয়্যাল টাওয়ার পিছনে ফেলে দিয়েছে দেশের সবকটি বহুতলকে। বর্তমানে মুম্বাইয়ে আগত পর্যটকদের কাছেও অত্যন্ত জনপ্রিয় ডেস্টিনেশনে পরিণত হয়েছে প্যালেস রয়্যাল।