শ্রীদেবীর বায়োপিকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ এই বলিউড অভিনেত্রী’র

 

বাংলা hunt ডেস্ক : তাঁর আকস্মিক ইহলোক ত‍্যাগে অবাক হয়েছিলেন সকলেই।নেমে এসেছিলো বলিউডে শোকের ছায়া।এখনও সিনেমা প্রেমী মানুষের কাছে সমান প্রাসঙ্গিক তিনি।এইবার তার ” বায়োপিক ” এ অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী এমন ইচ্ছা প্রকাশ করেছেন।তার কথা অনুযায়ী তিনি দুটি কাজ হিন্দিতে করতে চান, একটি বায়োপিক এবং আরেকটি নৃত‍্যকেন্দ্রিক।

c6c36 img 20190610 wa0028

এবং বায়োপিক এ অভিনয় করলে তা শ্রীদেবীর চরিত্রে অভিনয় করতে পছন্দ করবেন তামান্না।ছোটবেলা থেকে তার ছবি দেখেই বড়ো হয়েছি, এবং তার মতো হওয়ার ইচ্ছা প্রকাশ করে এসেছেন।তাই কখনও বায়োপিক এ অভিনয় করলে, শ্রীদেবীর চরিত্রে অভিনয় করতে চাইবেন তামান্না।

সম্পর্কিত খবর