দেশি পোশাকে ‘হট’ তমন্না, ভাইরাল ছবি

বাংলাহান্ট ডেস্ক: মূলত দক্ষিণী ছবির পরিচিত মুখ হলেও বেশ কিছু সময় ধরে বলিউডেও নিজের জায়গা কায়েম করার চেষ্টা করছেন তিনি। আর সেই কাজে বেশ সফলও হয়ে গিয়েছেন তিনি। কথা হচ্ছে, তমন্না ভাটিয়াকে নিয়ে। টলিউডে তিনি অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এখন বলিউডেও বেশ জাঁকিয়ে বসেছেন। ইতিমধ্যেই কয়েকটি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। তাঁর অভিনয় দক্ষতা নিয়েও কোনও সন্দেহ নেই সিনেপ্রেমীদের মধ্যে। আর দক্ষিণী ছবিতে তো তমন্নার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই।

966387 actress tamannaah bhatia during the pre diwali 601100 1200

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার দিকেও বিশেষ নজর দেন তমন্না। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে বেশ ভালই সংযোগ রেখে চলেন তিনি। মাঝে মাঝেই নানা ফটোশুটের ছবি দেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। সঙ্গে নতুন ছবির ঘোষনা বা ক্যামেরার নেপথ্যের দৃশ্যও পোস্ট করতে পিছপা হন না অভিনেত্রী। সম্প্রতি একটি জনপ্রিয় ইনস্টা হ্যান্ডেল থেকে তমন্নার কিছু ছবি পোস্ট শেয়ার করা হয়েছে।

https://www.instagram.com/p/B9RFp-dJ11O/

সেখানে দেখা যাচ্ছে, নীল শাড়ি ও ব্লাউজে ধরা দিয়েছেন তমন্না। বেশ কয়েকটি পোজে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। ছবিগুলি দেখে অনুমান করা যাচ্ছে এটি কোনও গানের দৃশ্যের শুটিং। শাড়িতে যে তমন্নাকে অসাধারন দেখতে লাগে সেটাই বলা হয়েছে ছবির ক্যাপশনে। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে তমন্নার ছবিগুলি। অনুরাগীদের প্রশংসায় ভরে গিয়েছে পোস্টের কমেন্ট বক্স।

https://www.instagram.com/p/B8_VXlXHTkW/?utm_source=ig_embed

প্রসঙ্গত, বলিউডে্ তমন্নার প্রথম ছবি হিম্মতওয়ালে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল অজয় দেবগণকে। তবে বক্সঅফিসে সেই ছবি তেমন সাফল্য অর্জন করতে পারেনি। কিন্তু বাহুবলী ছবির পরেই কেরিয়ার গ্রাফ চড়তে থাকে তমন্নার। এই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর