বাংলা হান্ট ডেস্কঃ তামিলনাড়ুর (Tamil Nadu) মুখ্যমন্ত্রী (Chief Minister) এম কে স্ট্যালিনের (M. K. Stalin) ছেলে উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin) সনাতন ধর্মকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করেছেন। এই বক্তব্য নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। উদয়নিধির বিতর্কিত বয়ানের পর তামিলনাড়ুর বিজেপি প্রধান ‘কে আন্নামালাই”-র নিশানায় চলে এসেছে স্ট্যালিন পরিবার।
বিজেপির নিশানায় স্ট্যালিন পরিবারঃ তামিলনাড়ুর বিজেপি প্রধান ‘কে আন্নামালাই” বলেছেন, গোপালপুরম পরিবারের একমাত্র সংকল্প হল রাজ্যের জিডিপির চেয়ে বেশি সম্পত্তি বানানো। তিনি আরও বলেন, উদয়নিধি এবং তার বাবার মতামত খ্রিস্টান ধর্মপ্রচারকদের দ্বারা প্রভাবিত। এই ধর্মপ্রচারকদের কাজ তাদের মত মূর্খদের তাদের বিদ্বেষপূর্ণ মতাদর্শ প্রচারের জন্য গড়ে তোলা। আন্নামালাই বলেন যে, তামিলনাড়ু আধ্যাত্মিকতার ভূমি। তিনি বলেন, এই ধরনের প্রোগ্রামে মাইকে নিজের হতাশা প্রকাশ করাই আপনি এখানে ভালো মতো করতে পারেন।
নিজের বক্তব্যে অটল উদয়নিধিঃ একই সঙ্গে তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন তার বক্তব্যে অটল রয়েছেন। তিনি জানান যে, তিনি তার কথায় অটল আছেন এবং সনাতন সম্পর্কে তার মন্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করার পরে যে কোনও আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত।
উদয়নিধি সনাতন নির্মূল সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন যে সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচার এবং সাম্যের বিরুদ্ধে। কিছু জিনিসের বিরোধিতা করা যায় না, সেগুলো বাদ দিতে হবে। আমরা ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া বা করোনার বিরোধিতা করতে পারি না। আমাদের এটা শেষ করতে হবে। একইভাবে সনাতন শেষ করতে হবে। ক্রীড়া উন্নয়ন মন্ত্রী আরও বলেন, সনাতন নামটি সংস্কৃত। এটা সামাজিক ন্যায়বিচার ও সাম্যের বিরুদ্ধে।
উদয়নিধির বক্তব্যে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়া লিখেছেন যে, মন্ত্রী উদয়নিধি স্টালিন সনাতন ধর্মকে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর সাথে তুলনা করেছেন। তিনি বিশ্বাস করেন যে এটির শুধুমাত্র বিরোধিতাই করা উচিৎ নয়, শেষ করাও উচিৎ। সংক্ষেপে তিনি ভারতের জনসংখ্যার ৮০ শতাংশ যারা সনাতন ধর্ম অনুসরণ করে তাদের গণহত্যার আহ্বান জানাচ্ছেন। ডিএমকে হল বিরোধী দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং কংগ্রেসের দীর্ঘদিনের মিত্র।
Udhayanidhi Stalin, son of Tamilnadu CM MK Stalin, and a minister in the DMK Govt, has linked Sanatana Dharma to malaria and dengue… He is of the opinion that it must be eradicated and not merely opposed. In short, he is calling for genocide of 80% population of Bharat, who… pic.twitter.com/4G8TmdheFo
— Amit Malviya (@amitmalviya) September 2, 2023
বিজেপি নেতা অমিত মালভিয়ার প্রতিক্রিয়ায় উদয়নিধি বলেন যে, তিনি কখনই সনাতন ধর্মের অনুসারীদের ‘গণহত্যা’ করার ডাক দেননি। তিনি বলেন, তিনি তার কথায় অটল এবং বলেন যে তিনি প্রান্তিক সম্প্রদায়ের পক্ষে কথা বলছেন যারা সনাতন ধর্মের কারণে ভুগছেন।