বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Coronavirus) কারণে দেশে মৃতের সংখ্যা বেড়ে চলেছে। তামিলনাড়ুতে (Tamilnadu) শনিবার আইসোলেশন ওয়ার্ডে ভর্তি তিনজনের মৃত্যু হয়েছে। ওই ওয়ার্ড কন্যাকুমারীতে (Kanyakumari) আছে। তামিলনাড়ুর স্বাস্থ সচিব ডঃ বীলা রাজেশ বলন, ‘মৃত তিনজনের আরও মেডিকেল হিস্ট্রি ছিল। আমরা ওদের করোনাভাইরাসের টেস্টের রেজাল্টের অপেক্ষায় আছি।” প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে দুজন বয়স্ক আর একজন দুই বছরের বাচ্চা আছে।
পাওয়া তথ্য অনুযায়ী, ৬৬ বছর বয়সী মৃতের মেডিকেল হিস্ট্রিতে পাওয়া গেছে যে সে কিডনি আর লিম্ফোমার রোগে ভুগছিল। আরেকদিকে ২৪ বছর বয়সী ব্যাক্তি নিমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এবং ২ বছরের বাচ্চা অস্টিয়োপেট্রোসিসে আক্রান্ত ছিল।
আর এরই মধ্যে শনিবার রাজ্যে আরও দুজনের মধ্যে করোনার লক্ষণ পাওয়া গেছে। এর সাথে সাথে রাজ্যে মোট সংক্রমিতদের সংখ্যা বেড়ে ৪০ হয়ে যায়। দুজনই সম্প্রতি বিদেশ থেকে ভারতে এসেছিলেন। কুম্বকোনামের বাসিন্দা ৪২ বছর বয়সী ব্যাক্তি ওয়েস্টইন্ডিজ থেকে ফিরেছিলেন। আর ৪৯ বছর বয়সী আরেকজন ব্যাক্তি ব্রিটেন থেকে ফিরেছিলেন।
কুম্বকোনামের বাসিন্দা তঞ্জাবুর সরকারি মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আর দ্বিতীয় ব্যাক্তি ভেলোরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রাষ্ট্রীয় স্বাস্থ মিশন, তামিলনাড়ু নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে জানায় যে, দুজন ব্যাক্তি পশ্চিম এশিয়া হয়ে বাড়ি ফিরেছেন।