লোকসভা ভোটের আগে বড় ঝটকা! NDA শিবির ত্যাগ করল এই দল, চরম সঙ্কটে BJP

Published On:

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটের আগে এনডিএ (NDA) শিবিরে বড় ধাক্কা। বিজেপি (BJP) নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গ ত্যাগ করল তামিলনাড়ুর প্রাক্তন শাসকদল এআইএডিএমকে (AIADMK)। ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে প্রধান ইকে পলানীস্বামীর (E K Palanisamy) নেতৃত্বে দলের বর্ধিত কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই সংঘাতের আবহ তৈরি হয়েছিল। এবার শেষমেষ সোমবার আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ছাড়ার কথা ঘোষণা করল তামিলনাড়ুর (Tamilnadu) প্রধান বিরোধী দল।

পলানীস্বামী ঘনিষ্ঠ নেতা তথা প্রাক্তন মন্ত্রী কেপি মুনুস্বামী সাংবাদিক বৈঠকে বলেন, ‘২০১৪ সালের লোকসভা ভোটে (Loksabha Election) পৃথক জোট গড়ে আমরা এবং অ-বিজেপি সহযোগী দলগুলি মিলে তামিলনাড়ুর ৩৯টি কেন্দ্রেই লড়ব।’

সম্প্রতি, তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী তথা দ্রাবিড় রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব আন্নাদুরাই (Anna Durai) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই। তার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নিয়েছে এআইএডিএমকে। প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার দলের তরফে বিবৃত জারি করে বলা হয়েছে, ‘আমরা বিজেপি এবং এনডিএ-র সঙ্গে জোট ভাঙছি। কারণ তামিলনাড়ুর বিজেপি নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে ক্রমাগত এআইএডিএমকে-এর সম্মানহানি করে চলেছে। এতে আমাদের সম্মানীয় নেতা আন্না দুরাই এবং জয়ললিতার তৈরি করা পরম্পরা সম্মানহানি হচ্ছে। আমরা নতুন জোট তৈরি করব এবং আগামী লোকসভা ভোটে লড়াই করব।’

উল্লেখ্য, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (M K Stalin) সম্প্রতি জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠনে সক্রিয় ভূমিকা পালন করছেন। আর এই আবহে এডিএমকে হাত ছাড়ল বিজেপির। যার ফলে ওই রাজ্যে বিজেপি রীতিমতো বিপাকে।

modi pol

মনে করা হচ্ছে, এই নতুন পরিস্থিতিতে ডিএমকে এবং এআইএডিএমকে বাদ দিয়ে অন্য দ্রাবিড় দলগুলিকে নিয়ে জোট করতে পারে বিজেপি। সেক্ষেত্রে বিজয়কান্তের পাশাপাশি ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী পন্নীরসেলভমের নেতৃত্বাধীন গোষ্ঠী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অম্বুমণি রামাডসের দল পিএমকে-রনাম নিয়ে জল্পনা চলছে। পাশাপাশি প্রয়াত জয়ললিতার ছায়া সঙ্গিনী শশীকলার ভাইপো প্রাক্তন এডিএমকে প্রধান টিটিভির দীনকরণের দল এএমএমকে-কে নিয়েও কল্পনা চলছে।

সম্পর্কিত খবর

X