আধার কার্ড ছাড়া আর কাটাতে পারবেন না চুল, রাজ্য সরকার জারি করল কড়া নির্দেশিকা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা আক্রন্তদের সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলেছে। আর এর মধ্যে লকডাউনেও ছাড় দেওয়া হয়েছে। ১লা জুন থেকে তামিলনাড়ুতে সেলুন (Salon) আর বিউটি পার্লার খুলে দেওয়া হয়েছে, কিনতি চুল কাটাতে গেলে আধার কার্ড (Aadhar Card) নিয়ে যাওয়া অনিবার্য। তামিলনাড়ু সরকার সেলুনের জন্য এসওপি জারি করেছে।

তামিলনাড়ু সরকারের তরফ থেকে জারি এসওপি অনুযায়ী, যদি আপনি চুল কাটাতে চান তাহলে আপনাকে আধার কার্ড দেখাতে হবে। সেলুন মালিক প্রতিটি কাস্টমারের নাম, ঠিকানা, ফোন নাম্বার নোট করবে। যদি সেলুন মালিক এটা না করে, তাহলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

তামিলনাড়ু সরকারের এসওপি অনুজায়, কোন সেলুনে ৫০% স্টাফ (আটজনের বেশি না) নিয়ে খুলতে পারবে। সেলুনে চুল কাটাতে যাওয়া গ্রাহকদের মাস্ক পড়ে আসতেই হবে। আর প্রথমে তাদের হাত স্যানিটাইজ করে নিতে হবে। এরপর আরোগ্য সেতু অ্যাপের ডিটেল দেখাতে হবে।

উল্লেখ্য, তামিলনাড়ু সরকার এর আগেও গ্রামীণ এলাকায় সেলুন খোলার অনুমতি দিয়েছিল, কিন্তু এখন গোটা রাজ্যেই সেলুন আর বিউটি পার্লার খোলা হবে। সেলুন মালিককে সামাজিক দুরত্ব পালন করার কথা বলা হয়েছে। এর সাথে সাথে নাপিতকে সবসময় মাস্ক আর পরিস্কার পরিচ্ছন্ন থাকার আদেশ দেওয়া হয়েছে।

X