খেলার মাঠেই হার্ট অ্যাটাক! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল

বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে (Tamim Iqbal) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ (DPL) ২০২৫-এর ম্যাচে ফিল্ডিংয়ের সময়ে আচমকাই বুথে ব্যথা অনুভব করেন তামিম। মূলত, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শিনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যে ম্যাচ চলাকালীন এই ঘটনাটি ঘটে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই বাঁহাতি ব্যাটারের অবস্থা আশঙ্কাজনক। ওই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়কের ভূমিকায় ছিলেন তামিম। জানা গিয়েছে, দু’বার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তিনি।

হৃদরোগে আক্রান্ত তামিম ইকবাল (Tamim Iqbal):

কি জানা গিয়েছে: ৩৬ বছর বয়সী তামিম (Tamim Iqbal) টস করতে মাঠে এলেও শিনপুকুরের ইনিংসের সময়ে ফিল্ডিং করতে গিয়ে অস্বস্তি বোধ করেন। এরপর তাঁর চিকিৎসার জন্য মেডিকেল টিম আসে এবং জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টারও ডাকা হয়। তবে, তামিমের অবস্থা সঙ্কটজনক হওয়ায় হেলিকপ্টারে ওঠার মতো অবস্থা ছিল না তাঁর। এমতাবস্থায়, তাঁকে ঢাকার পরিবর্তে স্থানীয় ফাজিল তুন্নিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই প্রসঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আধিকারিক তরিকুল ইসলাম ইন্ডিয়া টুডেকে বলেন, “তামিম (Tamim Iqbal) বর্তমানে হাসপাতালে ভর্তি এবং তাঁর শারীরিক অবস্থা ভালো না হওয়ায় তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া যাচ্ছে না।” জানিয়ে রাখি যে, ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মরশুমে দারুণ ফর্মে রয়েছেন তামিম। এই মরশুমে তিনি চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। এই বাঁ-হাতি ব্যাটার ৭ ম্যাচে ৭৩.৬০ গড়ে এবং ১০২.৫০ স্ট্রাইক-রেটে ৩৬৮ রান করেছেন। যার মধ্যে ২ টি সেঞ্চুরিও রয়েছে।

জানিয়ে রাখি যে, তামিম ইকবাল (Tamim Iqbal) ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। তবে, তিনি ২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও পরে এই সিদ্ধান্ত পরিবর্তন করেন। তামিম বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০২৩ সালের সেপ্টেম্বরে।

আরও পড়ুন: কোহলিকে প্রণাম করার “বিরাট শাস্তি”! এই তরুণের সাথে যা হল…..কাতর আর্জি মায়ের

২০০৭-এর বিশ্বকাপে ভারতের ঘুম উড়িয়েছিলেন: উল্লেখ্য যে, তামিম ইকবাল (Tamim Iqbal) ২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ODI ম্যাচে তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেন। ওই একই বছরে ODI বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তিনি ম্যাচজয়ী হাফ সেঞ্চুরি করেন। তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ৭০ টি টেস্ট ম্যাচে ৩৮.৮৯ গড়ে ৫,১৩৪ রান করেছেন। যার মধ্যে ১০ টি সেঞ্চুরি এবং ৩১ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। অপরদিকে, ২৪৩ টি ODI আন্তর্জাতিক ম্যাচে ৩৬.৬৫ গড়ে ৮,৩৫৭ রান করেন তামিম।

আরও পড়ুন: আর নয় অপেক্ষা! ভারতে কবে আয়োজিত হবে অলিম্পিক? চলে এল বড় আপডেট

এদিকে, একদিনের আন্তর্জাতিকে তামিম ইকবাল (Tamim Iqbal) ১৪ টি সেঞ্চুরি ও ৫৬ টি হাফ-সেঞ্চুরি করেছেন। এর পাশাপাশি তামিম ৭৮ টি T20 আন্তর্জাতিক ম্যাচে ২৪.০৮ গড়ে ১,৭৫৮ রান করেছেন। আন্তর্জাতিক T20-তে তামিমের নামে ১ টি সেঞ্চুরি ও ৭ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। এদিকে, একদিনের আন্তর্জাতিকে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। বাংলাদেশের ODI অধিনায়ক হিসেবে তামিমের জয়ের হার মাশরাফি মুর্তজার চেয়েও বেশি। তামিম তাঁর অধিনায়কত্বে বাংলাদেশকে ৩৭ টি ম্যাচের মধ্যে ২১ টিতে জয় এনে দেন। ২০১৭ সালে, তামিম নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ টি টেস্ট ম্যাচেও বাংলাদেশের অধিনায়ক ছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর