ক্রিকেটের জগতে মেসি, জিদানের ছায়া! প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভাঙলেন বাংলাদেশের তামিম

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল আচমকাই সকলকে চমকে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল (Tamim Iqbal)। ব্যক্তিগত উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন ডেকে কাঁদতে কাঁদতে নিজের এই সিদ্ধান্তের কথা প্রকাশ করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু একদিন পেরোতে না পেরোতেই ঘুরে গেল পরিস্থিতি।

জানা গেছে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর আলোচনা শেষে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে খেলবেন না। ফিরবেন এশিয়া কাপের দলে। এই সিদ্ধান্তের জন্য সকলে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা-কেও। তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু মাঠের খেলোয়ারের বন্ধুই নয়, দায়িত্ববোধের দিক দিয়েও সে একজন ভালো অভিভাবক। আজ তিনিও একজন অভিভাবকের মতোই কথা বলেছিলেন তামিমের সাথে।

tamim hasina mashrafi

অবশ্য ক্রিকেট বা ক্রীড়া জগতে এমন ঘটনা প্রথম নয়। ১৯৮৮ সালে পাক প্রেসিডেন্ট জিয়া উল হকের অনুরোধে অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নেন ইমরান খান। নইলে তার নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ জয় হয়তো অধরাই থেকে যেত। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত বদলে কি বিশ্বকাপ জিতবেন তামিম। সেই উত্তর অবশ্য ভবিষ্যতের গর্ভে।

এর আগে ফুটবল বিশ্বে এমন ঘটনা ঘটেছে লিওনেল মেসির সাথে। ২০১৬ সালের কোপা আমেরিকা হেরে জাতীয় দলের হয়ে ফুটবলকে বিদায় জানাতে চেয়েছিলেন তিনি। তারপর গোটা পৃথিবীর অনুরোধে তিনি ফের একবার মাঠে ফিরে আসুন এবং সাম্প্রতিক সাফল্য না পেলেও গত দুই বছরে আর্জেন্টিনার হয়ে যাবতীয় সাফল্য পেয়ে গিয়েছেন তিনি। হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নও।

একই ঘটনার ঘটেছিল জিনেদিন জিদানের সাথেও। তিনিও অনুরোধকে সম্মান জানিয়ে ৩৬ বছর বয়সে অবসর ভেঙে ফিরে দেশের হয়ে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন এবং দেশকে অসাধারণ নেতৃত্ব দিয়ে ২০০৬ সালে আয়োজিত ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন। যদিও তারপরে এক মুহূর্তের রাগ তার কাছ থেকে কেড়ে নিয়েছিল দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তামিমের সাথেও কি মেসি বা জিদানের মতোই ঘটনা ঘটবে। সেই প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর