বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে দলের অন্দরেই কি তবে মাথাচাড়া দিয়ে উঠছে কোন্দল? সর্বভারতীয় তৃণমূল সভাপতি অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) সভার আগে প্রকাশ্যে দলীয় পোস্টারে ছুরি চালালেন খোদ তমলুকের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি (Partha Sarathi Maity)। চরম অস্বস্তির মুখে শাসকদল।
আগামী শনিবার কাঁথিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুল চর্চিত সভা৷ আর সেই সভার আগেই রাগ-ক্ষোভে তৃণমূলের পোস্টারে ছুরি চালালেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি মাইতি।
প্রসঙ্গত, সম্প্রতি যুব সংগঠনের সহ সভাপতির পদ খুইয়েছেন তিনি। শনিবারই শান্তিকুঞ্জের সামনে এক বিশাল জনসভার আয়োজন করেছে শাসক শিবির। সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বিশাল এই সভার পূর্বেই যুব সংগঠনের সহ সভাপতির পদ থেকে অপসারিত হওয়ায় তৃণমূলের পোস্টার ছুরি দিয়ে কেটে তছনছ করলেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর।
প্রসঙ্গত, গত পরশু রাজ্য যুব তৃণমূলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটি থেকে বাদ পড়েন তৃণমূলের একাধিক জনপ্রিয় নেতা। দেবাংশু ভট্টাচার্যের মতো নেতারও ঘোষনা হয়নি সেই তালিকায়। নাম বাদ পড়েছে পার্থসারথিরও। কার্যত দলীয় পোস্টার কেটে সেই ক্ষোভই উগরে দিলেন তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর।
সূত্রের খবর, অভিষেকের সভার উদ্দেশ্যে নিজেই পোস্টারটি লাগিয়েছিলেন। তবে সেই সভার ঠিকই আগেই যুব সংগঠনে নিজের পদ হারিয়ে পোস্টার তো কাটলেনই সাথেই পোস্টারে নিচে নিজের নামের পাশে লেখা ‘সহ সভাপতি’ অংশটিও কেটে কুটে বাদ দেন তিনি।
একদিকে তৃণমূলের বহুল চর্চিত বাংলার অভিষেকের এই সভাকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা যখন চূড়ান্ত, ঠিক তখনই অন্যদিকে দলের আরেক নেতার এহেন কর্মকাণ্ডে রীতিমতো অস্বস্তিতে পড়ল ঘাসফুল শিবির।