জোড়া ফুল না পেয়ে জোড়া পাতাতে ভরসা তনিমার! পোস্টারে লেখা হল ‘সুব্রত মুখোপাধ্যায়ের নিজের বোন’

বাংলা হান্ট ডেস্কঃ দাদার ইচ্ছা ছিল বোন তৃণমূলের টিকিটে নির্বাচনে অংশ নিক। প্রথমটায় প্রার্থী তালিকায় নাম থাকলেও, পরবর্তীতে বাতিল করে দেওয়া হয় প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (subrata mukherjee) বোন তনিমা চট্টোপাধ্যায়ের (Tanima Chatterjee) নাম।

তৃণমূলের প্রার্থী তালিকায় ৬৮ নম্বর ওয়ার্ডে প্রথমে নাম ছিল তনিমা চট্টোপাধ্যায়ের। নাম প্রকাশ পাওয়ার পর প্রচারও শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু প্রতীক আনতে গেলে, তাঁকে বলা হয় এই ওয়ার্ডে কিছু সমস্যার কারণে, প্রতীক পরে দেওয়া হবে। পরে আর কই? তারপর দেখা যায়, তাঁর পরিবর্ততে ওই ওয়ার্ডে প্রার্থী করা হয় সুদর্শনা মুখোপাধ্যায়কে। মনে একরাশ ক্ষোভ নিয়ে দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন।

10d0b3266eb126abcc5811a2ef5dfc9e original 1

জোড়া ফুলের প্রতীকের পাশে নিজের নাম দেখার স্বপ্ন থাকলেও, এখন জোড়া পাতার পাশে নিজের নাম লিখলেন তনিমা চট্টোপাধ্যায়। জোড়া পাতা, সূর্য আর নারকেল গাছ- এই তিনটির মধ্যে তাঁর প্রথম পছন্দ ছিল জোড়া পাতাই। আর সেই চিহ্ন নিয়েই নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন তনিমা চট্টোপাধ্যায়।

জোড়া পাতার চিহ্নের সঙ্গে তনিমা চট্টোপাধ্যায়ের নাম এবং ছবি দিয়ে তৈরি করা হয়েছে বিশাল ব্যানার। সেখানে আবার রয়েছে দাদা সুব্রত মুখোপাধ্যায়ের ছবিও। সঙ্গে লেখা রয়েছে ‘সুব্রত মুখোপাধ্যায়ের নিজের বোন’। সুদর্শনা মুখোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়ের পদবী এক হওয়ার কারণে, অনেকেই সুদর্শনা মুখোপাধ্যায়কে সুব্রতবাবুর বোন ভেবে ভুল করে বসেন। সেই কারণেই কি এমন ব্যানার লেখা?

তনিমা চট্টোপাধ্যায় জানান, ‘ভোটারদের সকলেই তো আর জানেন না যে আমি সুব্রতবাবুর নিজের বোন, যাতে কেউ খুড়তুতো বা জেঠতুতো বোন না ভাবে, সেই কারণেই এমনটা করা। এছাড়া আর কোন কারণ নেই’।


Smita Hari

সম্পর্কিত খবর