মন ভাল রাখার জরুরি, গর্ভস্থ সন্তানকে নিয়েই ‘কমলার নেত্ত’য় কোমর দোলালেন তনুশ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চিকিৎসকরা বলেন, গর্ভাবস্থায় মায়ের মন ভাল রাখা খুব জরুরি। মা খুশি থাকলেই গর্ভস্থ সন্তানও সুস্থ থাকে। এ কথাটা অক্ষরে অক্ষরে মেনে চলছেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য (tanushree bhattacharya)। খুব শিগগির তাঁরও কোলে আসতে চলেছে ছোট্ট রাজপুত্র বা রাজকন‍্যা। যতটা সম্ভব হাসি, মজা, আনন্দে থাকার চেষ্টা করছেন ‘রাণী রাসমণি’র মা ভবতারিণী।

তাই এবার ট্রেন্ড মেনে অন্তঃসত্ত্বা অবস্থাতেই চুটিয়ে নাচলেন তনুশ্রী। সোশ‍্যাল মিডিয়ায় এই সময় ভাইরাল ট্রেন্ড ‘কমলার নেত্ত’। আকৃতি কক্করের গাওয়া এই গানেই এখন কোমর দোলাচ্ছেন তারকা থেকে আমজনতা। বাদ গেলেন না তনুশ্রীও। সবুজ গামছা পাড় শাড়ি ও লাল সাদা ব্লাউজে সেজে নাচলেন পর্দার মা ভবতারিণী।


প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ভালবাসা পাঠালেন রোশনি ভট্টাচার্য। একজন লিখলেন, ‘অসাধারন দিদি, কিন্তু সাবধানে’। আরেকজন লিখলেন, ‘দুজন প্রিয় মানুষ নাচছে। তুমি আর ছোট্ট মানুষটা’। আরেকজন লিখেছেন, ‘আর তো কয়েকটা মাস। তারপর আসল সুন্দরী কমলা আসতে চলেছে।’

অক্টোবর মাসের শুরুর দিকেই অভিনেত্রীর সাধের অনুষ্ঠান হয়েছিল। লাল টুকটুকে শাড়ি, সাদা লালের মিশেলে হাকোবা ব্লাউজ, সোনার গয়নায় সেজে সাধ খেয়েছেন হবু মা। একেবারে লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছিল তাঁকে এদিন। ইন্ডাস্ট্রির কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনরা উপস্থিত ছিল তনুশ্রীর সাধ ভক্ষণ অনুষ্ঠানে।

https://www.instagram.com/reel/CWXvBSEhPb4/?utm_medium=copy_link

এসেছিলেন অভিনেত্রীর প্রিয় বান্ধবী শ্রুতি দাস, রাণী রাসমণির সহ অভিনেতা অভিনেত্রীরাও। এদিনের বেশ কিছু ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রুতি। শুটিংয়ের শেষ দিনে সেটে রাসমণির টিমের তরফে একটি ছোটখাট আয়োজন করা হয়েছিল।

মাতৃত্বের আগাম শুভেচ্ছা জানিয়ে তনুশ্রীকে দেওয়া হয় ফুলের বোকে, চকোলেট। আপ্লুত তনুশ্রী সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে। মা হওয়ার ছয় মাস পর থেকেই নিজেকে তিনি গ্রুম করতে শুরু করবেন বলেও জানান তনুশ্রী। তারপরেই ফিরবেন অভিনয়ে।

সম্পর্কিত খবর

X