‘ভাল না থেকেও বিয়ের মধ‍্যে থেকেছে এমন মানুষ দেখেছি’, নুসরতের শোতে এসে মন্তব‍্য তনুশ্রীর

বাংলাহান্ট ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রির নতুন ‘বোনুয়া’ নুসরত জাহান (nusrat jahan) ও তনুশ্রী চক্রবর্তী (tanusree chakraborty)। মিমি চক্রবর্তীর সঙ্গে সদ্ভাব এখনো বজায় থাকলেও আগের মতো একসঙ্গে আর দেখা যায় না তাঁদের। তার বদলে এখন তনুশ্রী, ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে দিদি বোনের সম্পর্ক পাতিয়েছেন নুসরত। সাংসদ অভিনেত্রীর নতুন ইউটিউব টক শো ‘ইশক উইথ নুসরত, ভালবাসায় বোল্ড’এও অতিথি হয়ে এসেছেন তাঁরা।

দিন কয়েক আগেই নুসরতের অতিথি হয়েছিলেন ঋতাভরী। রাখঢাক না করে সম্পর্ক প্রচুর হাঁড়ির খবর জানিয়েছেন তিনি। এবার ৮ ডিসেম্বর, বুধবার এলেন তনুশ্রী। অতীতের সম্পর্ক নিয়ে তিনিও খুল্লমখুল্লা কথা বললেন। অনেকেই জানেন, এক সময়ে রুদ্রনীল ঘোষের সঙ্গে সম্পর্কে ছিলেন তনুশ্রী। কিন্তু তাঁকে এখন ‘বেড়ে পাকা’ মনে হয় তাঁর। পরমব্রত চট্টোপাধ‍্যায়কেও একই তকমা দিলেন তনুশ্রী।

331720 01072021 akshayhungama221789011
তনুশ্রী এও জানান, রুদ্রনীলের জন‍্য হাসপাতালে রাত কাটিয়েছিলেন তিনি। সবটাই ভালবাসার জন‍্য। এখন আর সে সম্পর্ক নেই। এক বিবাহিত পুরুষের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সেটাও আর অবশিষ্ট নেই। তনুশ্রীর কথায়, “কেউ আমাকে বেশি পাত্তা দিলে তাকে আমার ভাল লাগে না”।

https://www.instagram.com/tv/CXJP2TxJbTP/?utm_medium=copy_link

আপাতত একটি সম্পর্কে রয়েছেন তিনি। এখন তাঁকে সবথেকে বেশি যে প্রশ্নটা শুনতে হয় তা হল, বিয়ে কবে করছ? তনুশ্রীর কাছে বিয়ে হল একটা সেটলমেন্ট। তিনি স্পষ্ট জানান, এমন অনেককে তিনি দেখেছেন যারা ভাল না থেকেও বিয়েটা টিকিয়ে রেখেছেন। সেটা তনুশ্রীর কাছে ঠিক নয়। নিজে তিনি কবে বিয়ে করছেন তা এখনো জানেন না, তবে নুসরত জানান তাঁরা পুরনো ভুল আর করেন না। কিন্তু নতুন ভুল করেন।

জিতের আসন্ন ছবি ‘রাবণ’এ দেখা যাবে তনুশ্রীকে। ছবিতে একজন পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখানে তাঁর চরিত্রের পদবী হল জাহান। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় পুলিসের উর্দিতে কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তনুশ্রী। ক‍্যাপশনে লিখেছিলেন, ‘এসিপি জাহান। সোজা ‘রাবণ’ এর ফ্লোর থেকে।’

ছবি দেখে আর ক‍্যাপশন পড়ে উচ্ছ্বসিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির আরেক জাহান, নুসরত। তিনি কমেন্ট করেন, ‘তুমি এই ছবিতে জাহান নাকি? দেখলে আমি এমনিতেও সবসময় তোমাকে বোন বলি। নুসরত অন্তঃসত্ত্বা থাকার সময়েও একসঙ্গে সময় কাটিয়েছিলেন তাঁরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর