বাংলাহান্ট ডেস্ক: ‘হ্যাশট্যাগ মিটু মুভমেন্ট’, যা ঝড় তুলেছিল বলিউডে, এক ঝটকায় মুখোশ খুলে দিয়েছিল একাধিক নামীদামী ব্যক্তিত্বের। হিন্দি ইন্ডাস্ট্রিতে ‘হ্যাশট্যাগ মিটু’ নিয়ে সোচ্চার হয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanusree Dutta)। বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের (Nana Patekar) বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগ এনেছিলেন তিনি। এবার তিনি দাবি করলেন, তাঁকে মারার চেষ্টা করা হচ্ছে।
সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে তনুশ্রী অভিযোগ করেছেন, তাঁকে নিশানা করা হচ্ছে। খুব বাজে ভাবে হেনস্থা করা হচ্ছে। প্রথমত গত বছর তাঁর বলিউডে কাজের জায়গায় ক্ষতি করা হয়েছে। এক পরিচারিকাকে পাঠানো হয়েছিল তাঁর খাবারে বিষ মিশিয়ে মারার জন্য। এর ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন বলেও দাবি করেছেন তনুশ্রী।
শুধু তাই নয়। উজ্জয়িনীতে তাঁর গাড়ির ব্রেক ফেল করেও মারার চেষ্টা করা হয়েছিল। কোনোক্রমে বেঁচে ফিরেছেন তনুশ্রী। কিন্তু মুম্বইয়ে এসেও স্বাভাবিক জীবন, কাজ শুরু করতে পারছেন না তিনি। এবার তাঁর ফ্ল্যাটের বাড়ির জঘন্য সব উৎপাত শুরু হয়েছে।
তনুশ্রীর অভিযোগ, মিটু অভিযুক্তরা আর যে এনজিওর পর্দা ফাঁস করেছেন তিনি তারাই মিলিত ভাবে তাঁকে হেনস্থা করার চেষ্টা করছে।
তবে তাদের উদ্দেশে তনুশ্রীর জোর গলায় বার্তা, “আমি আত্মহত্যা করব না। আমি কোথাও পালাব না। আমি এখানেই থাকব আর নিজের কেরিয়ার আগের থেকেও উঁচু জায়গায় নিয়ে যাব।” অভিনেত্রী আরো লিখেছেন, তিনি চান মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হোক আর কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষমতা নিয়ে নিক।
তনুশ্রীর দাবি, তিনি সম্প্রতি যে ধরণের বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করছেন তা হয়তো কিছু মানুষের আঁতে ঘা দিয়েছে। তাঁর মতো মানুষরা রোজ হেনস্থা হচ্ছেন। পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর কিছু একটা হবে বলে আঁচ করতে পারছেন তনুশ্রী। মুম্বইয়ে আর আইনের শাসন নেই বলে অভিযোগ অভিনেত্রীর। এমন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের কাছেই সাহায্য প্রার্থনা করেছেন তিনি।
https://www.instagram.com/p/CgMHtxCFHF5/?igshid=YmMyMTA2M2Y=
প্রসঙ্গত, বলিউড থেকে বহুদিন আগেই বিদায় নিয়েছেন তনুশ্রী দত্ত। কয়েকটি হিট ছবি দর্শকদের উপহার দেওয়ার পরেই হঠাৎ করেই ইন্ডাস্ট্রি থেকে যেন উবে যান অভিনেত্রী। তখন এই বিষয়ে কিছু না বললেও পরে তনুশ্রী জানান, নানা পাটেকরের তাঁকে শ্লীলতাহানির চেষ্টার জন্যই বলিউড থেকে সরে গিয়েছিলেন তিনি।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর