অদ্ভূত প্রতিভা! হিন্দি গানে নিখুঁত ভাবে ঠোঁট মিলিয়ে ভারতীয় হাই কমিশন থেকে সম্মানিত তানজানিয়ার কিলি পল

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় সঙ্গীতকে উন্মাদনা ও জনপ্রিয়তার শিখরে তোলার জন‍্য তানজানিয়ার কিলি পলকে (Kili Paul) বিশেষ সম্বর্ধনা দেওয়া হল। তানজানিয়া (Tanzania) নিবাসী এই যুবক এখন ইন্টারনেট সেনসেশন। বলিউডি গানে ঠোঁট মিলিয়ে বানানো তাঁর ভিডিও দেখেই মুগ্ধ হয়ে গিয়েছেন কয়েক লক্ষ মানুষ। এবার তানজানিয়ার ভারতীয় হাই কমিশন (Indian High Commission) থেকে বিশেষ সম্মান প্রদান করা হল কিলি পলকে।

ভারতীয় হাই কমিশনের তরফে কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে কিলি পলের হাতে ফুলের বোকে তুলে দিয়ে সম্মানিত করা হয়েছে। কিলি পলকে ‘বিশেষ অতিথি’র আখ‍্যা দিয়ে পোস্টের ক‍্যাপশনে লেখা হয়েছে, ‘জনপ্রিয় তানজানিয়ান শিল্পী কিলি পল লক্ষ লক্ষ ভারতীয়র মন জয় করেছেন ভারতীয় ফিল্মি গানে তাঁর লিপ সিঙ্কিং ভিডিও দিয়ে।’

IMG 20220223 112413
ভিন্ন ভাষা, ভিন্ন সংষ্কৃতি হলেও হিন্দি গানে নিখুঁত লিপ সিঙ্ক করেন কিলি পল। রাতান লম্বিয়া, জালিমা, রাফতা রাফতা, টিপ টিপ বরষা পানি, সাত সমুন্দর এর মতো গানে ইতিমধ‍্যেই লিপ সিঙ্ক করে ফেলেছেন তিনি। কখনো একা, কখনো বা বোনকে সঙ্গে নিয়ে ভিডিও বানান কিলি। বোনও দাদার মতোই লিপ সিঙ্কে তুখোড়।

গত বছরের শেষে ভারতীয় অনুরাগীদের জন‍্য আরো একটি উপহার নিয়ে হাজির হয়েছিলেন কিলি। কোনো আনন্দ বা নাচের গান নয়। তাঁকে ঠোঁট মেলাতে দেখা গিয়েছিল ‘অ্যায় দিল হ‍্যায় মুশকিল’ ছবির ‘চন্না মেরেয়া’ গানে। সঙ্গে গানের সঙ্গে মিলিয়ে বিষন্ন এক্সপ্রেশন। ভিডিওর ভিউ ছাড়িয়েছে ১ লক্ষ। উল্লেখ‍্য, আয়ুষ্মান খুরানা, ইমরান হাশমি, রিচা চাড্ডার মতো তারকারাও কিলি পলকে ফলো করেন।

ভারতবাসীদের থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন কিলি ও তাঁর বোন নিমা। এত জনপ্রিয়তা পেয়ে আপ্লুত দুজনেই। তবে বিষয়টা ঠিক বুঝে উঠতে পারেননি কেউই। কিলির মতে, সঙ্গীতই ভিন্ন ভাষাভাষীর মানুষকে কাছে আনতে পারে। তাই তাঁরা আরো গানের ভিডিও বানাবেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর