বাংলা হান্ট ডেস্কঃ এ নিয়ে পরপর তিনবার! ইডির (Enforcement Directorate) তলব মাঝে পুনরায় একবার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছে গেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Tapas Mondal)। নিয়োগ দুর্নীতি মামলায় এদিন তাপস মণ্ডলকে ফের একবার তলব করে ইডি। এক্ষেত্রে তথ্য গোপনের পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে মানিকের হয়ে কাজ করার অভিযোগ উঠেছে তাপসের বিরুদ্ধে। এমনকি, এদিন মানিক ভট্টাচার্যের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে জেরা করা সম্ভাবনা প্রকট হয়ে উঠছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, মানিক ভট্টাচার্যের নির্দেশে কিভাবে কাজ করে যেতেন তাপস মণ্ডল এবং দুর্নীতি মামলায় তাঁর ঠিক কতখানি ভূমিকা রয়েছে, সে সকল বিষয় জানতে চাইবে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, মানিক ভট্টাচার্যের দুর্নীতিতে সহযোগী ছিলেন তাপস মণ্ডল। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা একাধিক ইনস্টিটিউট চালিয়ে যেতেন তাপসবাবু। এর মাধ্যমে মানিক ভট্টাচার্যের ছেলের সংস্থায় কোটি কোটি টাকা পর্যন্ত দেওয়া হয়। এই সকল বিষয়গুলি নিয়ে এদিন জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর।
সম্প্রতি, নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় তলব করা হয় তাপস মণ্ডলকে। এক্ষেত্রে দুর্নীতির অভিযোগে মানিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে অনুমান ইডির। সেই কারণেই দীর্ঘক্ষন ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাপসকে। এই মুহূর্তে তাপস মণ্ডলের ব্যবস্থা করে দেওয়া অনলাইন ক্লাস রয়েছে ইডির নজরে। অনলাইন ক্লাসে কোনরকম দুর্নীতি হয়েছে কিনা, সেগুলি খতিয়ে দেখার পাশাপাশি দুর্নীতি মামলায় মানিক-তাপস যোগসূত্র প্রমাণ করতে তৎপর ইডি।
উল্লেখ্য, ইডির দাবি অনুযায়ী, সম্প্রতি প্রকাশ্যে আসা ‘প্রশ্ন ফাঁস’ কাণ্ডের সঙ্গে জড়িত মানিক ভট্টাচার্যর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডলেরও হাত ছিলো। এক্ষেত্রে তাপসের ৩৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর নজর রাখে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শুধু তাই নয়, একইসঙ্গে তাপস মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হওয়া একাধিক মোবাইল ফোনের মাধ্যমে তার সঙ্গে মানিক ভট্টাচার্যের কি সম্পর্ক রয়েছে, তা খতিয়ে দেখতে শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
তদন্তকারী সংস্থার দাবি, তাপস মণ্ডলের নামে ইতিমধ্যে বেশ কয়েকটি NGO এবং বেসরকারি সংস্থার সন্ধান মিলেছে। এগুলির মাধ্যমে দুর্নীতির টাকা চালান করা হতো বলে অভিযোগ। এক্ষেত্রে বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারীর যোগসূত্র রয়েছে বলে খবর সামনে এসেছে। এই পরিস্থিতিতে তাপসকে জিজ্ঞাসাবাদের পর আরো একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে বলেই অনুমান ED-র।